আজকাল ওয়েবডেস্ক: একে একে নিবিছে দেউটি! এ ছাড়া কীইবা বলা যায়। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর স্টিভ স্মিথ ওয়ানডে থেকে অবসরের কথা জানিয়েছিলেন। 

এবার সেই একই পথ ধরে ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানালেন বাংলাদেশের তারকা মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ একটি ম্যাচও না জিতে দেশে ফিরেছে। 

সোশ্যাল মিডিয়ায় মুশফিকুর রহিম তাঁর ওয়ানডে থেকে সরে যাওয়ার ঘোষণা করেছেন। বুধবার রাত ১১টা নাগাদ এই ঘোষণা করেন মুশফিকুর।

কিন্তু ক্রিকেটঅন্তপ্রাণ মুশফিকুর, অবসর ঘোষণার পরদিনই ঢাকা প্রিমিয়ার লিগে মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেন। সদ্য অবসর নেওয়া তারকা যখন মীরপুরে খেলতে ব্যস্ত, তখন মুশফিকুরের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি স্বামীর পরিশ্রম, অধ্যবসায়, দেশের প্রতি ভালবাসার উল্লেখ করেন।

আবেগঘন এক বার্তায় মুশফিকুরের স্ত্রী লেখেন, ''ওয়ানডে থেকে অবসর নেওয়ার জন্য তোমায় অভিনন্দন জানাই আমার ভালবাসা। একই সঙ্গে গর্ব ও সন্তুষ্টি কাজ করছে আমার মধ্যে। তোমার ওয়ানডে কেরিয়ার দুর্দান্ত। যতক্ষণ না তুমি সন্তুষ্ট হচ্ছো, ততক্ষণ পর্যন্ত তুমি অক্লান্ত পরিশ্রম করে চলেছো। আমি এর সাক্ষী। ভাঙা পাঁজরের যন্ত্রণা উপশম করার জন্য ২০টি ব্যথা কমার ওষুধ খেয়ে দেশের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমেছিলে।''  

মুশফিকুরের দায়বদ্ধতার কথা সবারই জানা। সবার আগে অনুশীলনে আসতেন, সবার শেষে মাঠ ছাড়তেন। মুশফিকুরের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''নিজের জন্য কখনওই তুমি খেলোনি। দলের জন্য সবসময়ে তুমি নিয়োজিত থেকেছো। তোমার মতো একজন সৎ মানুষ আমার স্বামী। আমি গর্বিত।'' 

১৯ বছরের ওয়ানডে কেরিয়ারকে বিদায় জানিয়ে দিলেন মুশফিকুর। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সেঞ্চুরির সংখ্যার দিক থেকেও তিনি দেশের মধ্যে দ্বিতীয়। বাংলাদেশের হয়ে বহু ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন মুশফিকুর। শেষটা অবশ্য মধুরেণ সমাপয়েৎ হলো না। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২টি ম্যাচে মাত্র ২ রান করেন। শেষের দিকে দারুণ সমালোচনাও হচ্ছিল তাঁকে নিয়ে। 

বহুযুদ্ধের নায়ক মুশফিকুর রহিম অনেক যন্ত্রণা সহ্য করে অবসরের সিদ্ধান্ত নেন। তাঁর স্ত্রী সেই সব নিন্দুক, সমালোচকদের উদ্দেশে বলেছেন, ''সবার শেষে এই পৃথিবীকে বলতে চাই, কাউকে এতটা সমালোচনা করবেন না যে প্রার্থনায় বসেও কাউকে আপনাদের জন্য কাঁদতে হয়। আমরাও কিন্তু মানুষ।''