আজকাল ওয়েবডেস্ক: অবসরের কথা ভাবনাচিন্তা শুরু করেছিলেন লোকেশ রাহুল। কেভিন পিটারসেনকে দেওয়া এক খুল্লমখুল্লা সাক্ষাৎকারে রাহুল অবসর নিয়ে কথা বলেছেন। 

ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেপি-র সঙ্গে কথোপকথনে লোকেশ রাহুল বলেছেন, ''আমি অবসর নিয়ে ভেবেছিলাম। অবসর নেওয়া এমন কিছু কঠিনও নয়।'' 

লোকেশ রাহুল নিজের উপরে সৎ। সেই কারণে সাক্ষাৎকারে ভারতের তারকা ক্রিকেটার বলেন, ''নিজের উপরে সৎ থাকলে, খেলা ছাড়ার সময় এলে দেরি আর করবো না। এটাকে টেনে নিয়ে যাওয়ার কোনও অর্থই নেই। আমার অবশ্য আরও কিছুটা সময় বাকি রয়েছে।'' 

৬৭টি টেস্টে রাহুল ৪,০৫৩ রান করেছেন। ৯৪টি ওয়ানডে-তে ৩৩৬০ রান তাঁর ঝুলিতে। ৭২টি টি-টোয়েন্টি-তে ২,২৬৫ রানের মালিক। 

বর্তমানে লোকেশ রাহুল টি-টোয়েন্টি ফরম্যাটে আর জায়গা পান না। ওয়ানডেতে মিডল অর্ডারকে নির্ভরতা জোগান দেন। টেস্টে লোকেশ রাহুল ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। 

লোকেশ রাহুল বলেছেন, ''খেলা ছেড়ে দেওয়ার পরে সময় কাটানোর অনেক কিছু রয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটানো রয়েছে। কঠিন যুদ্ধ। আমি নিজেকে বলার চেষ্টা করি আমি নিজেও খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমাকে ছাড়াও আমার দেশের ক্রিকেট এগিয়ে চলবে। বিশ্বেও এগিয়ে চলবে ক্রিকেট। জীবনে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে।'' 
 
একের পর এক চোট লোকেশ রাহুলের লড়াইটা আরও কঠিন করে তুলেছিল। লোকেশ রাহুল সেই প্রসঙ্গে বলেছেন, ''একটা সময় ছিল যখন আমি বারংবার চোট পেয়েছিলাম। সেটাই ছিল আমার জীবনের সবথেকে কঠিন সময়। ফিজিও সেই যন্ত্রণা দূর করতে পারবে না বা সার্জেনও দূর করতে পারবে না। মন যেখানে হাল ছেড়ে দিয়েছে, সেখানে মানসিক যুদ্ধটা কঠিন। ক্রিকেট প্রচুর অর্থ দিয়েছে। ওই অর্থে জীবনের বাকি সময়গুলো কেটে যাবে।''