আজকাল ওয়েবডেস্ক:‌ অবশেষে রানে ফিরেছেন সূর্যকুমার যাদব। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি–২০ ম্যাচে মারকাটারি অর্ধশতরানের ইনিংস খেলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। আর এর ফলে র‌্যাঙ্কিংয়েও অনেকটা উপরে উঠলেন সূর্য। পাঁচ ধাপ উঠে আইসিসি টি–২০ র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় সাত নম্বরে রয়েছেন সূর্য। সিরিজের প্রথম তিন ম্যাচে সূর্য করেছেন ৩২, ৮২ অপরাজিত ও ৫৭ অপরাজিত। ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন যথারীতি অভিষেক যাদব। সিরিজে না থাকলেও তিনে রয়েছেন তিলক বর্মা। ঈশান কিষান রয়েছেন ৬৪ নম্বরে। শিবম দুবে নয় ধাপ উঠে রয়েছেন ৫৮ নম্বরে। রিঙ্কু সিং রয়েছেন ৬৮ নম্বরে। 


টি–২০ আন্তর্জাতিকে বোলারদের তালিকায় আফগানিস্তানের মুজিব উর রহমান উঠে এসেছেন নয় নম্বরে। ভারতীয় বোলারদের মধ্যে বুমরা আছেন ১৩ নম্বরে। রবি বিষ্ণোই রয়েছেন ১৯ নম্বরে। হার্দিক রয়েছেন ৫৯ নম্বরে। শীর্ষে আছেন যথারীতি বরুণ চক্রবর্তী। টি–২০ ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় হার্দিক আছেন তিন নম্বরে।


টেস্টে আবার ব্যাটারদের তালিকায় আটে আছেন যশস্বী জয়সোয়াল। আর দশে আছেন শুভমান গিল। বোলারদের তালিকায় শীর্ষে জসপ্রীত বুমরা। 


আবার একদিনের আন্তর্জাতিকে ব্যাটারদের তালিকায় দুইয়েই আছেন বিরাট কোহলি। চারে রয়েছেন রোহিত শর্মা। পাঁচে আছেন শুভমান গিল। দশে লোকেশ রাহুল। বোলারদের তালিকায় প্রথম দশে আছেন শুধু কুলদীপ যাদব। তিনি আছেন আট নম্বরে। 


আর টি–২০ আন্তর্জাতিকে সেরা দলের তালিকায় শীর্ষেই রয়েছে ভারত। একদিনের ক্রিকেটেও শীর্ষ দল তারাই। টেস্টে ভারত আছে চারে। 

এদিকে, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি–২০ বিশ্বকাপ। বিশ্বকাপের বল গড়ানোর আগে ভারত ঝড় তুলে দিয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ইতিমধ্যেই পাঁচ ম্যাচের টি–২০ সিরিজ জিতে বসে রয়েছে ভারতীয় দল। 


তবে, বিশ্বকাপের বল গড়ানোর আগে দেশের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় ভারতকে ফেভারিট ঘোষণা করেও সতর্ক করে দিয়ে বলছেন, একটা খারাপ দিন বিপদ ডেকে আনতে পেরে। রাহুল দ্রাবিড় বলছেন, ‘‌ভারত ফেভারিট হিসেবেই বিশ্বকাপে খেলতে নামছে। খুব সহজেই সেমিফাইনালে পৌঁছবে। কিন্তু আমার তিক্ত অভিজ্ঞতা থেকে জেনেছি নির্দিষ্ট দিনে যে দল ভাল খেলবে, সেই জিতবে। প্রতিপক্ষের যে কেউ ভাল খেলে স্বপ্ন ভেঙে দিতে পারে।’‌