প্রবাদে আছে, ‘দেয়ার ইজ নো বিজনেস লাইক শো বিজনেস’। কিন্তু দিনের শেষে শো-বিজও একটি পেশা যার ক্লান্তি, চাপ আর যেখানে কাজ করার ব্যক্তিগত মূল্যও আছে। তাই অবাক করার মতো হলেও সত্যি, বহু তারকা খ্যাতির শিখরে দাঁড়িয়েই সিদ্ধান্ত নিয়েছেন আলো ঝলমলে দুনিয়া থেকে সরে যাওয়ার। কেউ চেয়েছেন ব্যক্তিগত জীবন, কেউ শিল্পীসত্তার নতুন পথ, আবার কেউ নিছকই শান্তি।
2
8
লিওনেল মেসি: ২০১৬ সালে চিলি-র কাছে কোপা আমেরিকার ফাইনালে হেরে যাওয়ার পর আচমকা জাতীয় ফুটবল দল থেকে অবসর ঘোষণা করেছিলাম মেসি! গোটা বিশ্ব হা-হুতাশ করে উঠেছিল মেসির সেই সিদ্ধান্তে। প্রবল প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে সেই সময়ের আর্জেন্টিনার রাষ্ট্রপতি পর্যন্ত বুঝিয়েছিলেন মেসিকে, যাতে এই সিদ্ধান্ত সে পুনর্বিবেচনা করে ফিরে আসে। ব্যাড যাননি মারাদোনাও। শেষমেশ সেই ডাকে সাড়া দিয়ে ফিরে আসেন মেসি। বাকিটুকু ইতিহাস!
3
8
গ্রেস কেলি: আরও পেছনে গেলে দেখা যায়, মাত্র ২৬ বছর বয়সে অভিনয় ছাড়েন গ্রেস কেলি। একের পর এক প্রশংসিত ছবির পর হলিউড ছেড়ে তিনি হয়ে ওঠেন মোনাকোর রাজকুমারী! ঠিক যেন বাস্তব জীবনের এক রূপকথা।
4
8
জাইরা ওয়াসিম: ভারতীয় প্রেক্ষাপটে আলোচনায় ছিলেন জাইরা ওয়াসিম। দঙ্গল, সিক্রেট সুপারস্টার, দ্য স্কাই ইজ পিঙ্ক -এই তিন ছবিতেই নজর কাড়ার পর ২০১৯ সালে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত শান্তির কথা জানিয়েই ইন্ডাস্ট্রি থেকে সরে যান জাইরা।
5
8
ক্যামেরন ডিয়াজ: হলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী থাকাকালীন অভিনয় থেকে দূরে সরে যান ক্যামেরন ডিয়াজ। ঠিক তেমনই, দীর্ঘ কেরিয়ারের পর অস্কারজয়ী শন কনারি নিজেকে সরিয়ে নেন ক্যামেরার সামনে থেকে, রেখে যান ‘জেমস বন্ড’সহ অগণিত আইকনিক চরিত্র।
6
8
জিম ক্যারি: আর ২০২২ সালে জিম ক্যারি নিজেই ইঙ্গিত দেন অবসরের। এক সাক্ষাৎকারে বলেন, বিশেষ কোনো ‘সোনালি কালি দিয়ে লেখা’ চিত্রনাট্য না এলে তিনি আর এগোতে চান না। সোনিক ‘দ্য হেডহগ ৩’-র প্রচারের সময় এই মন্তব্য করেছিলেন জিম। এরপর সত্যিই তাঁকে আর বড়পর্দায় দেখা যায়নি।
7
8
ড্যাডি ইয়াঙ্কি: ২০২২ সালে একটি সাক্ষাৎকারে নিজের অবসর ঘোষণা করেছিলেন জনপ্রিয় গায়ক ড্যাডি ইয়াঙ্কি। “আজ আমি সঙ্গীত থেকে আমার অবসরের কথা ঘোষণা করছি আমার সেরা প্রযোজনা আর সবচেয়ে বড় কনসার্ট ট্যুর উপহার দিয়েই। এই নতুন সংগ্রহযোগ্য অ্যালবাম লেজেন্ড ড্যাডি-র মাধ্যমে আমি আমার ৩২ বছরের যাত্রাকে উদ্যাপন করে বিদায় জানাব। এই অ্যালবামে থাকবে সেই সব ঘরানা ও ধারা, যেগুলো আমাকে গড়ে তুলেছে, যেগুলোই আমাকে সংজ্ঞায়িত করেছে।”
8
8
ড্যানিয়েল ডে লুইস: এর অনেক আগেই, ২০১৭ সালে অভিনয়ের জগৎকে বিদায় জানান ড্যানিয়েল ডে লুইস। ফ্যান্টম থ্রেড ছবির কাজ শেষ করেই তিনি ঘোষণা করেন অবসর। তিনবার অস্কার জয়ী এই অভিনেতা রেখে যান এমন এক উত্তরাধিকার, যেখানে প্রতিটি চরিত্রই ছিল অভিনয়ের পাঠ্যবই। তবে কিছুদিন আগে তিনি জানিয়েছেন সেটি বিদায় নয় বরং লম্বা বিরতি ছিল। তিনি ফের অভিনয় করতে রাজি।