আজকাল ওয়েবডেস্ক: আইসিসির ত্রৈমাসিক বার্ষিক সভায় হাজির থাকতে পারেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই ওই বৈঠক বসেছিল।
শোনা যাচ্ছে, পাকিস্তান সরকারের কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকায় হারারেতে আইসিসি বৈঠকে উপস্থিত থাকতে পারেননি নকভি। প্রসঙ্গত, পাক সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী নকভি।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছু জরুরি কাজের জন্য আইসিসি বৈঠকে যোগ দিতে পারেননি নকভি। পরিবর্তে পাক ক্রিকেট বোর্ডের সিইও সুমেইর আহমেদ বৈঠকে যোগ দিয়েছিলেন।’
এটা ঘটনা, দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আয়োজক পাকিস্তানের কোনও প্রতিনিধি ছিলেন না। পাক ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল, তাদের নাকি আমন্ত্রণই জানানো হয়নি। বিতর্ক শুরু হতেই স্পষ্ট জবাব দিয়েছিল আইসিসি। এর কিছুদিন পরেই আইসিসির বৈঠকে অনুপস্থিত থাকলেন নকভি।
প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বিতর্ক তৈরি করার চেষ্টা হলেও আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছিল আইসিসি চেয়ারম্যান, বোর্ড সদস্য, কিংবা রাষ্ট্রপ্রধানরাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। সেই হিসেবে জয় শাহ উপস্থিত ছিলেন। তবে দুবাইয়ে ছিলেন পাক ক্রিকেট বোর্ডের সিইও। কিন্তু তাঁকে মঞ্চে ডাকা যায় না বলে স্পষ্ট করেছিল আইসিসি।
