আজকাল ওয়েবডেস্ক:‌ পাঁচ দিনের ব্যবধানে দুই তারকা ক্রিকেটার অবসর নিয়েছেন। টেস্ট ক্রিকেট থেকে। প্রথমে রোহিত শর্মা। তারপর বিরাট কোহলি। রোহিত শর্মার টেস্ট অবসর নিয়ে অত কথা না হলেও বিরাটের অবসর নিয়ে হচ্ছে। সূত্রের খবর খোদ বোর্ড নাকি বিরাটকে বলেছিল আসন্ন ইংল্যান্ড সিরিজের কথা ভেবে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। কিন্তু বিরাট তা করেননি।


এটা ঘটনা দুই সিনিয়র ক্রিকেটার অবসর নিয়ে ফেলায় ইংল্যান্ডে অভিজ্ঞতার অভাবে ভুগতে হবে টিম ইন্ডিয়াকে। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্সেল গিবস এক চাঞ্চল্যকর দাবি করেছেন। গিবসের মতে, রোহিত নাকি টেকনিক্যালি এগিয়ে বিরাটের চেয়ে। 


দুই ক্রিকেটার টেস্ট থেকে অবসর নেওয়ার পর এক্স হ্যান্ডলে এক জন দুই ক্রিকেটারের দুটি ভিডিও পোস্ট করেছিলেন। যে ভিডিওয় দেখা যাচ্ছে রোহিত ও বিরাট টার্নিং বল কীভাবে সামলাচ্ছেন। তিনি ভিডিওটি পোস্ট করার পর এটাও লেখেন ওপেনিং ব্যাটার টার্নের বিরুদ্ধে বিভিন্ন শট খেলার চেষ্টা করছেন। কিন্তু কোহলি একই শট খেলে চলেছেন। প্রতিক্রিয়ায় হার্সেল গিবস বলেছেন, ‘‌এটা ব্যাটসম্যানদের উপর নির্ভর করে না। পরিস্থিতির উপর নির্ভর করে। তাছাড়া এটা ব্যাটিং কোচের উপরও নির্ভর করে।’‌ 


গিবস আরও বলেছেন, ‘‌রোহিত বরাবরই বিরাটের চেয়ে টেকনিক্যালি বেশি সাউন্ড। তবে সাদা বলের ক্রিকেটে বিরাটের আধিপত্য বিস্তারের চেষ্টা করে আলাদা করে দিয়েছে।’‌ কিন্তু ওই টুইটার ব্যবহারকারীর দাবি বিরাট টেকনিক্যালি বেশি সাউন্ড। এরপরই গিবস বলেন, ‘‌রোহিতকে কখনও চতুর্থ বা পঞ্চম বলে ডিফেন্স করতে দেখিনি। কিন্তু বিরাট এরকম করতে গিয়ে কতবার যে আউট হয়েছে তার হিসেব নেই। তাই আমি তো বলব টেকনিক্যালি বেটার রোহিত।’‌