আজকাল ওয়েবডেস্ক: শেষ হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ। আর তাই অবধারিতভাবে উঠল প্রশ্ন, ফের কবে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে বিরাট–রোহিতকে।
এটা ঘটনা, আপাতত টিম ইন্ডিয়ার সামনে একদিনের ম্যাচ নেই। ফলে ছ’মাস ভারতীয় জার্সিতে আর দেখা যাবে না দুই তারকাকে।
আপাতত সামনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি–২০ সিরিজ রয়েছে ভারতের। তার পর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু টি–২০ বিশ্বকাপ। রোহিত ও কোহলি টি–২০ থেকে অবসর নিয়েছেন। বিশ্বকাপের পর হবে আইপিএল। সেখানে অবশ্য নিজের নিজের দলের হয়ে খেলবেন দুই তারকা। কিন্তু দেশের জার্সিতে আগামী ছ’মাস নামতে দেখা যাবে না দু’জনকে।
ভারতের পরের একদিনের সিরিজ আগামী জুলাই মাসে। ইংল্যান্ডে যাবে ভারত। ১৪ জুলাই বার্মিংহ্যাম, ১৬ জুলাই কার্ডিফ ও ১৯ জুলাই লর্ডসে খেলা। তার আগে একদিনের ক্রিকেট থেকে অবসর না নিলে সেই সিরিজে প্রত্যাবর্তন হবে রোহিত ও কোহলির। সেক্ষেত্রে ১৭৬ দিন পর আবার ভারতীয় দলের জার্সি গায়ে নামবেন তাঁরা।
যদিও ইংল্যান্ড সিরিজের আগে জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে পারে ভারত। তবে সেই বিষয়ে এখনও কোনও ঘোষণা হয়নি। ইংল্যান্ড সিরিজে পর ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি বছর একদিনের সিরিজ রয়েছে ভারতের। সেগুলিতেও খেলতে পারেন দুই তারকা।
এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ভারত হারলেও কোহলি রান করেছেন। প্রথম ম্যাচে ৯৩, দ্বিতীয় ম্যাচে ২৩ ও তৃতীয় ম্যাচে ১২৪ রান করেছেন তিনি। অর্থাৎ, তিন ম্যাচে ২৪০ রান করেছেন কোহলি। রোহিত রান পাননি। তিন ম্যাচে ২৬, ২৪ ও ১১। অর্থাৎ, মোট ৬১ রান করেছেন তিনি। ফলে কোহলি চাপে না থাকলেও রোহিতের উপর কিন্তু চাপ থাকছেই।
