আমির খান প্রোডাকশনস। এই ব্যানারে তৈরি মানেই শুধু ছবি নয়, বরং সময়ের সঙ্গে কথা বলা কিছু গল্প। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সামাজিক প্রভাব, দুটো'ই সমান গুরুত্ব দিয়ে যাত্রা করেছে এই প্রযোজনা সংস্থা। দেখে নেওয়া যাক, আমির খান প্রোডাকশন্সের ঝুলিতে থাকা এমনই কয়েকটি আইকনিক ছবি, যা ভারতীয় সিনেমার ভাষা বদলে দিয়েছে।
2
9
লগান (২০০১): একটি ছোট্ট গ্রামের মানুষ যখন তাঁদের ভবিষ্যৎ বাজি রাখে ক্রিকেটের মাঠে, যাদের প্রতিপক্ষ নিষ্ঠুর ব্রিটিশ শাসক। খেলাধুলো আর দেশপ্রেমের অনন্য মেলবন্ধনে তৈরি এই মহাকাব্যিক ছবি শুধু বক্স অফিস নয়, পৌঁছে গিয়েছিল অস্কারের দরজায়ও। পিরিয়ড ড্রামাকে নতুন করে জনপ্রিয় করে তুলেছিল ‘লগান’।
3
9
তারে জমিন পর (২০০৭): আমির খানের পরিচালনায় প্রথম ছবি। এই সিনেমাই ভারতজুড়ে আলোচনার কেন্দ্রে এনে দেয় ডিসলেক্সিয়া ও শিশুমনের জটিলতা। ‘ধীরে শেখে’ এই তকমার আড়ালে লুকিয়ে থাকা প্রতিভাকে চিনতে শেখায় ছবিটি। অভিভাবক ও শিক্ষাব্যবস্থার দৃষ্টিভঙ্গিতে মৌলিক বদল এনে দেয় ‘তারে জমিন পর’।
4
9
জানে তু… ইয়া জানে না (২০০৮): শহুরে প্রেমের সংজ্ঞা বদলে দিয়েছিল এই ছবি। অতিনাটকীয়তা নয়, বরং স্বাভাবিক কথোপকথন, বন্ধুত্ব থেকে ভালোবাসার ধীরে ধীরে জন্ম...নতুন প্রজন্মের দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলেছিল এই রোম্যান্টিক ড্রামা!
5
9
পিপলি লাইভ (২০১০): কৃষক আত্মহত্যা আর মিডিয়ার সেনসেশন-সংস্কৃতিকে কটাক্ষ করা এক তীক্ষ্ণ ব্যঙ্গচিত্র। হাসির আড়ালে কঠিন বাস্তবকে তুলে ধরেছিল এই ছবি, যা দর্শককে অস্বস্তিতে ফেললেও চোখ ফেরানো কঠিন ছিল।
6
9
দিল্লি বেলি (২০১১): তিন রুমমেটের জীবন হঠাৎ জড়িয়ে পড়ে অপরাধজগতের সঙ্গে একটি ভুল ডেলিভারির জেরে। অশ্লীল ভাষা, ডার্ক হিউমার আর অন্যরকম গল্প বলার ভঙ্গিতে বলিউডে একেবারে নতুন ট্রেন্ড তৈরি করেছিল এই অ্যাকশন-কমেডি।
7
9
লাপতা লেডিজ (২০২৪): ভুল পরিচয়ের একটি সহজ ঘটনা ঘিরে গড়ে ওঠা গভীর সামাজিক মন্তব্য। পিতৃতন্ত্রের কাঠামোর মধ্যে নারীর অদৃশ্য হয়ে যাওয়ার গল্পকে হালকা ব্যঙ্গ আর সংবেদনশীলতায় তুলে ধরে এই ছবি। চুটিয়ে প্রশংসা কুড়িয়েছে এর বুদ্ধিদীপ্ত ও প্রাসঙ্গিক চিত্রনাট্য।
8
9
‘সিতারে জমিন পর’ (২০২৫):প্রতিবন্ধকতাকে কেন্দ্র করে গল্প বলার জগতে আবারও ফিরেছেন আমির খান, এ বার কেন্দ্রবিন্দুতে ডাউন সিনড্রোম। মূলধারার বিশ্ব সিনেমায় হাতে গোনা কয়েকজন তারকাই বারবার শিশুদের শেখার সমস্যা বা বিকাশগত চ্যালেঞ্জ নিয়ে গল্পে বিনিয়োগ করেন। সেই বিরল ধারাবাহিকতাই ফের বজায় রাখল আমির খান প্রোডাকশনস।
9
9
‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’: এই ছবির মতো প্রজেক্টে সমর্থন জানিয়ে নতুন ও সাহসী কণ্ঠস্বরকে সামনে আনার প্রতিশ্রুতিও আরও একবার স্পষ্ট করল প্রযোজনা সংস্থা।