আজকাল ওয়েবডেস্ক: আইএসএলের প্রথম ম্যাচ কি ডার্বি? ইস্ট-মোহনের ম্যাচ এই দেশের সেরা বক্স অফিস। দুই শতাব্দীপ্রাচীন দলের দ্বৈরথ দেখার অপেক্ষায় থাকেন ফুটবলভক্তরা। সেই ম্যাচ দিয়েই কি  এবারের আইএসএল শুরু হতে চলেছে? 

এখনও পর্যন্ত চারটি ডার্বি হয়েছে এই মরশুমে। কলকাতা লিগ, ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড ও সুপার কাপে কলকাতার দুই প্রধান মুখোমুখি হয়েছিল। এবার যদি আইএসএলের প্রথম ম্যাচও ডার্বি হয়, তাহলে পঞ্চমবার দেখা হবে দুই প্রধানের। কিন্তু দুই প্রধান কি মেনে নেবে এই সূচি? 

সূত্রের খবর, আইএসএলের ড্রাফট ফিক্সচার তৈরি করেছে ওয়ার্কিং গ্রুপ। যেখানে রয়েছে আইএসএল ক্লাব ও এআইএফএফর কর্তারা। তারাই খসড়া সূচি তৈরি করেছে আইএসএলের। সেই সূচিতে শুরুতেই রয়েছে ইস্ট-মোহনের লড়াই। 

কিন্তু প্রথম ম্যাচ ডার্বি হলে সমস্যা রয়েছে। দুই প্রধান কি এতে রাজি হবে? কারণ যে দল হারবে, সেই দল মানসিক দিক থেকে পিছিয়ে পড়বে। ডার্বির প্রভাব কে অস্বীকার করবে। এই একটা ম্যাচ জিতলেই অনেক কিছু পাওয়া হয়ে যায়। তাই প্রথম ম্যাচ ডার্বি, এটা কি মেনে নেবেন দুই প্রধানের কর্তারা? 

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ১৪ ফেব্রুয়ারি শুরু হবে আইএসএল। অর্থাৎ, ভ্যালেন্টাইন্স ডের দিন আইএসএলের ঢাকে কাঠি পড়বে। 
সিঙ্গল লেগ হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে হবে লিগ। তবে লিগের ফরম্যাট এখনও জানানো হয়নি। ১৪টি ক্লাবই অংশ নেবে আইএসএলে। 

এবারের আইএসএলের বল গড়ানো নিয়ে দফায় দফায় মিটিং হয়েছে। কিন্তু সদুত্তর মিলছিল না। অবশেষে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য ঘোষণা করেন ১৪ টি দল নিয়ে ১৪ তারিখ থেকে শুরু হবে আইএসএল। তার জন্য প্রস্তুতি চলছে। ইস্টবেঙ্গল অবশ্য দুই স্ট্রাইকারকেই ছেড়ে দিয়েছে। তাঁদের বিকল্প খোঁজার চেষ্টা করছে। অন্যদিকে মোহনবাগান কাউকে ছাড়েনি। সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পরে সবুজ-মেরুন বদলেছে তাদের কোচ। হোসে মোলিনার পরিবর্তে সের্জিও লোবেরার হাতে এখন মোহনবাগানের রিমোট কন্ট্রোল। আইএসএলের প্রস্তুতি চলছে পুরোদমে। 

আইএসএলে পূর্ণাঙ্গ সূচি এখনও ঘোষণা হয়নি। আর কয়েকদিনের অপেক্ষার পরই হয়তো জানা যাবে আইএসএলের সূচি।