আজকাল ওয়েবডেস্ক: সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন ড্যারিল মিচেল। তিন ম্যাচের সিরিজে দু’টি শতরান ও একটি অর্ধশতরান করেছেন। ভারতের মাটিতে প্রথমবার দ্বিপাক্ষিক একদিনের নিউজিল্যান্ড জিতেছে মিচেলের সৌজন্যে। অন্যদিকে ভারতীয় ব্যাটারদের মধ্যে সেরা বিরাট কোহলি। এক সেরা আর এক সেরাকে সম্মান জানালেন। মিচেলকে উপহার দিলেন কোহলি।
সই করা নিজের জার্সি মিচেলকে দিয়েছেন কোহলি। ইন্দোরে খেলা শেষে যখন দু’দলের ক্রিকেটাররা দাঁড়িয়ে রয়েছেন, তখনই দেখা যায়, মিচেলের দিকে এগিয়ে যাচ্ছেন কোহলি। তাঁর হাতে একটি জার্সি। সেই জার্সি গিয়ে মিচেলকে দেন তিনি। মিচেল হাসিমুখে তা গ্রহণ করেন। কিছুক্ষণ কথা বলেন দুই ক্রিকেটার। তার পর আবার সতীর্থদের কাছে ফিরে আসেন কোহলি।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সকলে বলছেন, এই কারণেই কোহলি এত বড় মানের ক্রিকেটার। তিনি প্রতিপক্ষকে সম্মান করতে জানেন। প্রতিপক্ষের কৃতিত্বকে কুর্নিশ করতে জানেন।
এটা ঘটনা, তিন ম্যাচের একদিনের সিরিজে সবচেয়ে বেশি রান করেছেন মিচেল। তিন ম্যাচে ১৭৬ গড়ে ৩৫২ রান করেছেন তিনি। ভারতের মাটিতে মাত্র আট ইনিংসে চারটি শতরান করেছেন তিনি, যা অন্য কোনও বিদেশি ব্যাটার পারেননি।
প্রসঙ্গত, ইন্দোরে সিরিজ নির্ণায়ক ম্যাচে মিচেলের ১৩৭ রান ও গ্লেন ফিলিপ্সের শতরানে ভর করে ৩৩৭ রান করে নিউজিল্যান্ড। তাড়া করতে নেমে কোহলি ছাড়া টপ অর্ডারের কেউ রান পাননি। কোহলি ১২৪ রান করেন। কিন্তু দলকে জেতাতে পারেননি। ৩৩৮ রান তাড়া করতে নেমে ২৯৬ রানে অল আউট হয়ে যায় ভারত। কিউয়িরা জেতে ৪১ রানে।
