আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। এর মধ্যেই প্রোটিয়া ব্রিগেডে চিন্তা। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডোনোভান ফেরিরার খেলা নিয়ে সংশয় রয়েছে।
দক্ষিণ আফ্রিকা ২০ প্রতিযোগিতায় ফেরিরা বাঁ কাঁধে চোট পান। জোবার্গ সুপার কিংস ও প্রিটোরিয়া ক্যাপিটালসের মধ্যে ম্যাচ চলছিল। জোবার্গের খেলোয়াড় ডোনোভান ফেরিরা ফিল্ডিং করার সময়ে বাঁ কাঁধে চোট পেয়ে বসেন। আর সেই চোটের জন্য তাঁর বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে সংশয় দেখা গিয়েছে।
ইনিংসের শেষ বলে ঝাঁপিয়ে পড়ে বাউন্ডারি বাঁচাতে যান ডোনোভান। কিন্তু বিশ্রী ভাবে পড়ে যাওয়ায় চোটে আক্রান্ত হন। পরে মাত্র এক বল খেলে তিনি অবসৃত হন।
জোবার্গ কিংসের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস চোটে আক্রান্ত হওয়ায় এই ম্যাচে নামতে পারেননি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছিলেন ডোনোভান। খেলার শেষে সম্প্রচারকারী চ্যানেলে ডোনোভান বলেন, ভাল লাগছে না। স্ক্যান করাতে হবে।
এই চোটের জন্য ডোনোভান দক্ষিণ আফ্রিকা ২০-র বাকি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। জোবার্গ সুপার কিংসের কাছে এটা বড় ধাক্কা। প্লে অফের দৌড়ে এখনও তারা রয়েছে।
পার্ল রয়্যালসকে এখন হারানোই লক্ষ্য জোবার্গের। ডোনোভান ফেরিরা বিশ্বকাপে খেলতে না পারলে তা দক্ষিণ আফ্রিকার কাছে একপ্রকার ধাক্কাই হবে। ফিনিশার এবং ব্যাকআপ উইকেট কিপার হিসেবে তাঁকে দলে নেওয়া হয়েছিল।
দক্ষিণ আফ্রিকার টিন ডি জর্জি চোটআঘাত সারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামবেন। গ্রুপ ডি-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপে রয়েছে আফগানিস্তান, কানাডা, নিউ জিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহি। ৯ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে কানাডা।
