সোমবার থেকেই চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। গত কয়েকদিনের হাড়কাঁপানো উত্তুরে হাওয়ার দাপটে ভাটা পড়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ সোমবার থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে।
2
6
আগেই জানা গিয়েছিল, সোমবার থেকে বুধবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
3
6
হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের বেশির ভাগ অংশ জুড়েই মোটের ওপর শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, উত্তরবঙ্গের দার্জিলিং ও মালদা জেলায় এক-দুটি জায়গায় হালকা কুয়াশা লক্ষ্য করা গিয়েছে।
4
6
তবে শীতের দাপট কমলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হয়নি। দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম গিয়েছে অনেকটাই। অন্যদিকে, উত্তরবঙ্গের কিছু জায়গায় স্বাভাবিকের থেকে বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা।
5
6
সোমবার দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কল্যাণীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের বাগডোগরায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.০ ডিগ্রি সেলসিয়াস এবং পাহাড়ি এলাকাগুলির মধ্যে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৩.০ ডিগ্রি সেলসিয়াসে।
6
6
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? আগামী শুক্রবার, শুক্লা পঞ্চমীর দিন বাঙালির এই উৎসবে শীতের দাপট খুব একটা থাকবে না বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জমাটি শীতের বদলে থাকবে এক মনোরম আবহাওয়া।