আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট শুরু হতে মাত্র দশদিন বাকি। বিদেশে পা রেখেই লাল বলের প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। সোমবার আউটডোর নেট সেশনের ছবি এবং ভিডিও পোস্ট করেছিল বিসিসিআই। বেকেনহ্যামের সুন্দর দৃশ্যের মধ্যে প্র্যাকটিস করতে দেখা যায় শুভমন গিল, যশপ্রীত বুমরাদের। দু'দিনের কঠোর ট্রেনিংয়ের পর এদিন বিশ্রাম দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। নিজেদের মতো করে সময় কাটায় তাঁরা। বৃহস্পতিবার থেকে আবার বেকেনহ্যামে প্রস্তুতি শুরু হবে। স্থানীয় সময় সকাল সাড়ে ন'টায় শুরু হবে ট্রেনিং। বোর্ডের ভিডিওতে মঙ্গলবার পর্যন্ত দু'দিনব্যাপী কঠিন টেনিংয়ের ছবি সামনে এসেছে। যেখানে ব্যাটারদের প্রশংসা করেন অর্শদীপ সিং। নেটে শুভমন এবং বুমরার মধ্যে দ্বৈরথও দেখা যায়। প্র্যাকটিসের ফাঁকেই ঋষভ পন্থকে স্লেজিং করেন মহম্মদ সিরাজ।
ভারতের ট্রেনিংয়ে শুভমন গিল, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজার জন্য ছিল বিশেষ ড্রিল প্র্যাকটিস। ক্যাচিং সেশন নেন ফিল্ডিং কোচ টি দিলীপ। তিনদিন আগে, ৭ জুন ইংল্যান্ডের পৌঁছয় টিম ইন্ডিয়া। ২০ জুন শুরু প্রথম টেস্ট। শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হবে। ইংল্যান্ড সিরিজ থেকেই শুরু হয়ে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল। টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটো বেসরকারি টেস্ট খেলে ভারতীয় এ দল। দ্বিতীয় ম্যাচ ড্র হয়। লিডসে প্রথম টেস্টের আগে নিজেদের মধ্যে ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলবে ভারতীয় দল।
