আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলিকে কটাক্ষ করেছিলেন সঞ্জয় মঞ্জরেকর। বলেছিলেন, ক্রিকেটের সবথেকে সহজ ফরম্যাটে খেলছে। 

বিরাট কোহলির কানে সঞ্জয় মঞ্জরেকরের তেতো বাক্য ঢুকেছিল কিনা জানা নেই। কোহলি তাঁর নিন্দুকদের জবাব দেওয়ার জন্য বেছে নিয়েছেন ব্যাট। 

আর বিরাটের হয়ে মুখে জবাব দিচ্ছেন তাঁর দাদা বিকাশ। 

ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি রান করেছেন কোহলি। প্রথম ম্যাচে ৯৩ রান করার পরে তৃতীয় ম্যাচে সেঞ্চুরি। 

ইন্ডোরে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে কোহলি যতক্ষণ ব্যাট করছিলেন, ততক্ষণ মনে হচ্ছিল ভারত জিতবে। কিন্তু কোহলির শতরানেও ভারত জেতেনি। সিরিজ হেরে বসে। 

কোহলির দুর্দান্ত সেঞ্চুরির পরে মঞ্জরেকরকে ঠুকে বিকাশ কোহলি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''মিস্টার এক্সপার্টের কি আর কিছু পরামর্শ দেওয়ার আছে ক্রিকেটের সহজ ফরম্যাটের জন্য? পরামর্শ দেওয়ার জন্য তোমাকে থাকতে হবে তো। আগেও আমি বলেছি, মুখে বলা সহজ, কাজে করে দেখানো কঠিন।'' 

এই প্রথম নয়।আগেও মঞ্জরেকরকে তোপ দেগেছিলেন বিরাটের দাদা বিকাশ। কিউয়িদের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে মঞ্জরেকর কিং কোহলি সম্পর্কে বলেছিলেন, সহজ ফরম্যাটে খেলছে ও। তার পরেই প্রথম ওয়ানডে ম্যাচে কোহলি ৯৩ রানের ইনিংস খেলেছিলেন। বিকাশ কোহলি সোশ্যাল মিডিয়ায় মঞ্জরেকরকে বলেছিলেন, ''খুব সহজ ফরম্যাট, তাই না! কয়েকদিন আগে কেউ একজন জ্ঞান দিয়েছিল তাই না। মুখে বলা সহজ, কাজে করে দেখানো কঠিন।'' 

রবিবার কোহলি ১০৮ বলে ১২৪ রানের ইনিংস খেলেন। যখন অন্য ভারতীয় ব্যাটাররা কিউয়িদের বলের নাগাল পেতে হিমসিম খাচ্ছেন, কোহলি তখন ব্যাট হাতে নিউজিল্যান্ডকে শাসন করছেন। 

তাঁর সঙ্গে হর্ষিত রানা ভারতকে জয়ের দিশা দেখাতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু রানা ফিরে যাওয়ার পরে সব এলোমেলো হয়ে যায়। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের দুন্দুভি বেজে গিয়েছে। ওয়ানডে ক্রিকেট এখন আর নেই। সামনের বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে হবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ। সেই মেগা টুর্নামেন্টে কি খেলবেন কোহলি? বড় প্রশ্ন ঘোরাফেরা করছে ভারতের ক্রিকেটমহলে। সময় ছাড়া আর কারওর হাতে নেই এর উত্তর।