আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক বিরাট কোহলি। নেতা হিসেবে ৬৮ টেস্টের মধ্যে ৪০টি জেতেন। তবে পুরো পথ মসৃণ ছিল না। তাতে কাঁটাও ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ১-৪ এ টেস্ট সিরিজ হারের পর অধিনায়ক হিসেবে সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যান বিরাট। সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেতা বরুণ ধাওয়ান। সিরিজ হারের সঙ্গে কীভাবে মানিয়ে নেন তারকা ক্রিকেটার, তার একটি ছোট উদাহরণ দিলেন বলিউডের তারকা। সবটাই তাঁর অনুষ্কা শর্মার থেকে শোনা।
বিশ্রীভাবে সিরিজ হারলেও, সর্বোচ্চ রান ছিল কোহলিরই। ২০১৮ সালে ফর্মের শীর্ষে ছিলেন তারকা ক্রিকেটার। সিরিজে দুটো শতরান, তিনটে অর্ধশতরান করেন। পাঁচ ম্যাচের সিরিজে ৫৯৩ রান করেন বিরাট। কিন্তু হার মেনে নিতে পারেননি। তার জন্য নিজেকেই দুষতেন বিরাট। দ্য রণবীর শোয়ে এসে এই ঘটনার উল্লেখ করে বরুণ ধাওয়ান বলেন, 'যখন বিরাট ফর্মে ছিল না, বা যখন দল হারত তখনকার কিছু কথা অনুষ্কা আমার সঙ্গে শেয়ার করেছে। ভারত একটা টেস্ট হেরেছিল। সেদিনের খেলায় উপস্থিত ছিলেন না অনুষ্কা। বাড়ি ফিরে দেখেন, নিজের ঘরে রীতিমতো ভেঙে পড়েছেন কোহলি। কাঁদছিল। পুরো দোষ নিজের ওপর চাপান। বলেন, তিনি ব্যর্থ হয়েছেন।' শোয়ে এসে সেই কাহিনি তুলে ধরলেন বরুণ। এর থেকেই বোঝা যাচ্ছে, অধিনায়ক হিসেবে কতটা দায়বদ্ধতা ছিল কোহলির।
২০১৮ সালে ইংল্যান্ডের কাছে সিরিজ হার অধিনায়ক কোহলির জীবনের কালো অধ্যায়। এবার অস্ট্রেলিয়ার মাটিতে হয়তো শেষ সুযোগ বিরাটের কাছে। একেবারেই ছন্দে নেই। চলতি বছর ১৭ ইনিংসে ৩৭৬ রান করেন। তারমধ্যে রয়েছে একটি মাত্র শতরান এবং অর্ধশতরান। গড় ২৫। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নির্ভর করবে মেলবোর্ন এবং সিডনি টেস্টের ওপর। বক্সিং ডে টেস্টে রানে ফিরে বছরটা হাসিমুখে শেষ করতে চাইবেন কোহলি।
