আজকাল ওয়েবডেস্ক: দিন কয়েক ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন। ১৪ বছরের গৌরবময় কেরিয়ারের পর নিজের ইনস্টাগ্রাম পোস্টে এই ঘোষণা করেন তিনি। অবসরের পোস্টে তিনি টেস্ট ক্রিকেটের প্রতি তাঁর ভালবাসা এবং স্মৃতির কথা তুলে ধরেন। কোহলির অবসরের খবর কয়েক মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। ভারতীয় তারকা থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটাররা বিরাটকে পরবর্তী ইনিংসের জন্য শুভেচ্ছা জানান।

তবে এই খবর শুধু ক্রিকেটবিশ্বে সীমাবদ্ধ থাকেনি। বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখের তরফেও শ্রদ্ধা জানানো হয়েছে কোহলিকে। এর আগে কোহলি এবং অনুষ্কা ম্যাঞ্চেস্টার সিটি ঘুরে এসেছেন। সেই সময় ক্লাবের তরফে তাঁদের একটি জার্সিও উপহার দেওয়া হয়েছিল। সেই ছবি পোস্ট করে ক্লাবের তরফে লেখা হয়, ‘টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের পর তোমাকে শুভেচ্ছা বিরাট’।

কোহলির অবসরের পর পোস্ট করা হয় বায়ার্ন মিউনিখের তরফেও। হ্যারি কেন এবং বিরাট কোহলির একটি সেলফি পোস্ট করে বায়ার্ন লেখে, ‘টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর তোমাকে শুভেচ্ছা। অসাধারণ কেরিয়ারের জন্য শুভেচ্ছা বিরাট কোহলি’। ভারতীয় টেস্ট দলে ২৬৯ নম্বর খেলোয়াড় হিসেবে অভিষেক হওয়া কোহলি খুব কম সময়ের মধ্যেই গ্লোবান আইকন হয়ে উঠেছিলেন। তাঁর ব্যাটিং, খেলার ধরন, আগ্রাসন বিখ্যাত হয়ে উঠেছিল বিশ্বজুড়ে।