আজকাল ওয়েবডেস্ক: ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ক্রিকেট বিশ্ব চিনেছিল এক নতুন বিরাট কোহলিকে। তার আগে ২০১১-১২ সালেও ধোনির নেতৃ্ত্বে বিজিটি খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন কোহলি। সেবারে গোটা সিরিজে একটাই শতরান করেছিলেন বিরাট। কিন্তু পরের বার মাঝপথে নেতৃত্ব হাতে পাওয়ার পর গোটা সিরিজে চারটি শতরান করেছিলেন কোহলি যার মধ্যে দুটি এসেছিল এক ম্যাচেরই দুই ইনিংসে। সেই সিরিজে দলের সবথেকে সফল ব্যাটার ছিলেন কোহলি। তবে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রিয় শতরানের কথা বলতে গিয়ে অদ্ভুতভাবে কোহলি ২০১৪-১৫ সালের কথা মুখে আনলেন না।

 

 

তাঁর ভাবনায় রয়েছে অন্য একটি শতরান। পারথ টেস্টের আগে বর্তমানে পুরোদমে অনুশীলন করছে ভারতীয় দল। সেখানেই বিসিসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ায় তাঁর প্রিয় টেস্ট সেঞ্চুরির কথা জানালেন বিরাট। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় তাঁর সেরা ইনিংস ২০১৮ সালের পারথ টেস্ট। কঠিন পিচে ১২৩ রান করেছিলেন কোহলি। ওই ম্যাচে ভারত হেরে গেলেও কোহলি একমাত্র যিনি শতরান করেছিলেন দুই দলের মধ্যে।

 

 

কোহলি বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমার সেরা ইনিংস অবশ্যই ২০১৮-১৯ সিরিজের পারথ টেস্টে করা শতরান। আমি মনে করি, এটা টেস্ট ক্রিকেটে আমার খেলা সবচেয়ে কঠিন পিচ ছিল, এবং সেই ধরনের পিচে সেঞ্চুরি করতে পারা দারুণ অনুভূতি’। কোহলির সেরা পারফরম্যান্সের একটি সিরিজ ছিল ২০১৪-১৫ সালের অস্ট্রেলিয়া সফর। চার ম্যাচে ৮৬.৫০ গড়ে ৬৯২ রান করেছিলেন তিনি, যার মধ্যে ছিল চারটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি।