আজকাল ওয়েবডেস্ক: আসন্ন অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কামব্যাক করা দুই সিনিয়র তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা রানের ঝড় তুলবেন। এমনটাই মত প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের। ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলা এই সিরিজে দু’জনকেই দলে ফিরিয়ে নিয়েছে ভারত।
এটাই হবে তাদের প্রথম আন্তর্জাতিক সিরিজ, মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকে। এবার তারা খেলবেন নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে, যিনি রোহিতের পরিবর্তে ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
হরভজন বলেন, ‘বিরাটের ফিটনেস নিয়ে কোনও প্রশ্নই করবেন না। ফিটনেসের ব্যাপারে ও নিজেই একজন গুরু। সবাই ওর মতো হতে চায়। বিরাট কোহলির ফিটনেস নিয়ে কোনও সন্দেহ নেই। কোহলি পুরোপুরি ফিট, বরং অনেক বর্তমান খেলোয়াড়ের চেয়েও বেশি ফিট। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ওই সম্ভবত সবচেয়ে ফিট খেলোয়াড়। আমি শুধু ওকে আবার মাঠে দেখতে মুখিয়ে আছি।’
তিনি আরও বলেন, ‘ভক্তরা বিরাটকে মিস করেছেন, আমিও চাই ও আরও কিছুদিন ওয়ানডে খেলুক, কারণ ওর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। আমি বিশ্বাস করি, ওর মধ্যে এখনও অন্তত চার-পাঁচ বছরের ক্রিকেট বাকি। শুধু খেলার নয়, আধিপত্য দেখানোরও। অস্ট্রেলিয়া ওর প্রিয় জায়গা, আর ও আবার সেখানে ফিরছে। নিশ্চিত, আবারও ওর ব্যাটে রান ঝরবে।’
হরভজন যোগ করেন, ‘আমরা আগেও দেখেছি, অস্ট্রেলিয়ার মাটিতে ও কীভাবে রান করে। এবারও আলাদা হবে না। রোহিতের ক্ষেত্রেও একই কথা—আমি দু’জনের কাছ থেকেই বড় ইনিংসের প্রত্যাশা করছি, যাতে ভারত সিরিজ জিততে পারে।’
অভিজ্ঞ এই ক্রিকেটার আরও দাবি করেন, অস্ট্রেলিয়ার মাটিতে কোহলি এবার তিন ম্যাচে অন্তত দুটি শতরান করবেন। তিনি বলেন, ‘কিছু খেলোয়াড় আছে যারা কঠিন পরিস্থিতিতে সেরা পারফরম্যান্স দেয় বিরাট তেমনই। বড় মঞ্চে ও নিজের সেরাটা দেয়, আর সেটাই ওকে অন্যদের থেকে আলাদা করে দেয়’।
জানান, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান করা, দায়িত্ব নেওয়া—এই চ্যালেঞ্জগুলোই ও উপভোগ করে। অস্ট্রেলিয়া ওর প্রিয় ‘হান্টিং গ্রাউন্ড’। আইপিএলের পর এখন ও ফিরছে, আমি নিশ্চিত এই তিন ওয়ানডেতে অন্তত দুটি শতরান উপহার দেবে ভারতকে’।
