আজকাল ওয়েবডেস্ক: জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে ভারত টি-২০ বিশ্বকাপ এবং একদিনের বিশ্বকাপ জিতেছে। দু'বারই বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন যুবরাজ সিং। গুরুত্বপুর্ণ অবদান রাখেন বাঁ হাতি স্টাইলিশ ব্যাটার। কিন্তু নিজের পছন্দের নেতা হিসেবে বাছলেন না ধোনিকে। একটি সাক্ষাৎকারে তাঁকে সেরা অধিনায়ক বাছতে বলা হয়। তালিকায় ছিলেন সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় এবং এমএস ধোনি। আগেও কোনও রাখঢাক না করেই নিজের পছন্দের নেতার নাম জানিয়েছিলেন। এদিনও বেছে দিলেন তাঁর প্রিয় দাদিকে। যুবরাজ বলেন, 'আমি সৌরভ এবং ধোনির নেতৃত্বে দীর্ঘদিন খেলেছি। কিন্তু সৌরভের নেতৃত্বে আমি ভারতীয় দলে সুযোগ পাই। তাই আমার মতে সৌরভই সেরা অধিনায়ক।' ২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে প্রথম ডাক পান যুবি। এই টুর্নামেন্টেই অভিষেক হয় তাঁর।
একই অনুষ্ঠানে তাঁকে পছন্দের ক্রিকেটার বেছে নিতে বলা হয়। এখানেও উপেক্ষিত হন কোহলি এবং ধোনি। সবাইকে অবাক করে রোহিত শর্মাকে বেছে নেন যুবরাজ। জানান, তাঁর ব্যাটিং স্টাইলের সঙ্গে মিল রয়েছে রোহিতের। যুবরাজ বলেন, 'আমার ব্যাটিং স্টাইলের সঙ্গে ঠিক কার মেলে বলা মুশকিল। হয়তো কোনও বিগ হিটার। রোহিতের নাম মাথায় আসছে।' ধোনির সঙ্গে অম্লমধুর সম্পর্ক তাঁর। তাই মাহিকে যে বাছবেন না জানাই ছিল। তবে কাছের বন্ধু কোহলি। কিন্তু দুই ক্ষেত্রেই তাঁকে টেক্কা দেন যথাক্রমে সৌরভ এবং রোহিত। এদিকে শুক্রবার থেকে বাংলাদেশ সিরিজের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল। এক মাসের ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দেন রোহিত, বিরাট।
