আজকাল ওয়েবডেস্ক: নতুন ভূমিকায় বিরাট কোহলি। বৃহস্পতিবার দুপুরে পুনের স্টেডিয়ামে হাত ঘোরাতে দেখা গেল প্রাক্তন অধিনায়ককে। নবম ওভারে বল করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন হার্দিক পাণ্ডিয়া। সেই ওভারের শেষ তিনটে বল করলেন বিরাট। দিলেন ২ রান। সচরাচর তাঁকে হাত ঘোরাতে দেখা যায় না। কিন্তু দলের প্রয়োজনে সেটাও করতে পারেন। এর আগে বিশ্বকাপে কি কোনওদিন বল করেছেন কোহলি? উত্তর, হ্যাঁ। এর আগে বিশ্বমঞ্চে তিনবার বল করেন বিরাট। ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ ওভার বল করেছিলেন। ফাইনালেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ ওভার বল করেন। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালেও এক ওভার বল করেন। ২০১৯ সালে তাঁকে এই ভূমিকায় দেখা যায়নি। আট বছর পর আবার বিশ্বকাপে হাত ঘোরালেন।
