আজকাল ওয়েবডেস্ক: আইপিএল খেলতে বেঙ্গালুরুতে পৌঁছে গেলেন বিরাট কোহলি। শনিবার গার্ডেন সিটিতে পা রাখেন তারকা ক্রিকেটার। এদিন বেঙ্গালুরু বিমানবন্দরে দেখা যায় কিং কোহলিকে। নিরাপত্তার বেষ্টনীতে বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় কোহলির বেঙ্গালুরুতে আসার ভিডিও ভাইরাল হয়ে যায়। রবিবার থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিবিরে যোগ দেবেন তারকা ক্রিকেটার। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান কিং কোহলির। ২৫২ ম্যাচে ৮০০৪ রান তাঁর। এবার রজত পাতিদারের নেতৃত্বে খেলবেন বিরাট।
২২ মার্চ ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে যাত্রা শুরু হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রহর গুনছে ভক্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর কাড়েন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেন। তৃতীয়বার আইসিসির মার্কি টুর্নামেন্ট জেতে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ক্রিকেটারদের কয়েকদিন বিশ্রাম দেওয়া হয়। তাই দেরীতে বেঙ্গালুরুর শিবিরে যোগ দিলেন কোহলি। বুধবার থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে আরসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর পরিবার নিয়ে মালদ্বীপে বেড়াতে গিয়েছেন রোহিত শর্মা। আগের দিন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন। পরের সপ্তাহে মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে যোগ দেবেন হিটম্যান। কিন্তু তার আগেই আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়লেন কোহলি।
