আজকাল ওয়েবডেস্ক: কাল থেকে শুরু ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজ। সকলের নজর বিরাট কোহলি এবং রোহিত শর্মার দিকে। আসল ফোকাস টি-২০ বিশ্বকাপ। যা শুরু হতে একমাসও বাকি নেই। তাসত্ত্বেও পরের সাতদিন যাবতীয় নজর থাকবে দুই মহাতারকার দিকে। গেম টাইমে কোনও খামতি নেই কোহলি এবং রোহিতের। বিজয় হাজারে ট্রফির লিগ পর্বে দুটো করে ম্যাচ খেলেন দু'জনেই। রান পান। বুঝিয়ে দেন এখনই সরে যাওয়ার কোনও সম্ভাবনা নেই তাঁদের। রবিবার আরও একজনের দিকে নজর থাকবে। তিনি শুভমন গিল। টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর প্রথমবার বাইশ গজে নামবেন। গতবছরের শেষে অধিকাংশ সময় চোটের জন্য দলের বাইরে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের বেশিরভাগটা মিস করেন। এছাড়াও ফর্ম নিয়ে চিন্তা রয়েছে। 

গিলের প্রত্যাবর্তনে বাদ পড়বেন যশস্বী জয়েসওয়াল। চোট সারিয়ে ফিরবেন শ্রেয়স ‌আইয়ারও।‌ তাঁর অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চলেছে। এবার আবার চার নম্বর স্থান দখল করবেন ৩১ বছরের তারকা। উইকেটকিপার হিসেবে খেলবেন কেএল রাহুল। লোয়ার মিডল অর্ডারে ব্যাট করবেন। যার ফলে প্রথম একাদশের বাইরে থাকতে হবে ঋষভ পন্থকে। ৫০ ওভারের ক্রিকেটে বর্তমানে ভারতের দ্বিতীয় উইকেটকিপার তিনি। শনিবার পর্যন্ত প্রস্তুতি শুরু করেননি শ্রেয়স, পন্থ এবং সিরাজ। পুরো ফিট রবীন্দ্র জাদেজা। আসন্ন টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে একদিনের সিরিজে নেওয়া হয়নি যশপ্রীত বুমরা এবং হার্দিক পাণ্ডিয়াকে। যার ফলে জোরে বোলিংয়ের দায়িত্বে থাকবেন মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণ। স্পিনের দায়িত্ব থাকবে কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজার ওপর।

প্রথমবার বরোদার কোটাম্বি স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের একদিনের সিরিজ হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে শেষ সাক্ষাৎ হয়। সেবার হেরেছিল কিউয়িরা। তার সঙ্গে এবারের কোনও মিল নেই। গতবছর ভারতে এসে ৩-০ তে টেস্ট সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। এবারও সেই মন্ত্র প্রয়োগ করবে। তবে এবার নিউজিল্যান্ডের প্রথম দলের একাধিক প্লেয়ার নেই। এই তালিকায় রয়েছেন মিচেল স্ট্যান্টনার, টম লাথাম, কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্র এবং জেকব ডাফি। তবে সেই নিয়ে ভাবছে না কিউয়ি শিবির। টি-২০ বিশ্বকাপের আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াই তাঁদের লক্ষ্য।