আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালে ভিনেশ ফোগাত। মঙ্গলবার ৫০ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে উঠে গিয়েছিলেন ভারতের মহিলা কুস্তিগির ভিনেশ ফোগাত। কিন্তু বুধবারই আসে দুঃসংবাদ। সোনার পদকের ম্যাচে নামতে পারবেন না ভিনেশ ফোগাত। ওজন বেশি হওয়ায় প্যারিস অলিম্পিক থেকে বাতিল করা হল এই ভারতীয় কুস্তিগিরকে।
এবার এল আরও খারাপ খবর। ডিহাইড্রেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ফোগাতকে। সূত্রের খবর, আপাতত গেমস ভিলেজের ক্লিনিকে ভর্তি রয়েছেন ফোগাত। তাঁর অবস্থা স্থিতিশীল। এখন বিশ্রামে রয়েছেন তিনি।
এদিকে ফোগাত ডিসকোয়ালিফাই হওয়ায় হাতছাড়া হল ভারতের আরও একটি পদক। এদিন সকালে ওজন মাপতে গিয়েই হল বিপত্তি। তাঁর ওজন ৫০ কেজির বেশি আসে। কুস্তির নিয়ম অনুযায়ী ম্যাচের দিন সকালে কুস্তিগিরদের ওজন মাপা হয়। বুধবার সকালে ভিনেশের ওজন বেশি আসায় ৫০ কেজি বাউটের যোগ্যতাঅর্জন করতে পারেননি। ১০০ গ্রাম ওজন বেশি ধরা পড়ে তাঁর। ফলে অলিম্পিক থেকে বাতিল করা হয় ভিনেশকে। নিয়ম অনুযায়ী, রুপোর পদকের জন্যও তাঁর নাম বিবেচিত হবে না। এই খবরে ভিনেশের পাশাপাশি মন ভাঙল দেশবাসীর।
এবার এল আরও খারাপ খবর। ডিহাইড্রেশনের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ফোগাতকে। সূত্রের খবর, আপাতত গেমস ভিলেজের ক্লিনিকে ভর্তি রয়েছেন ফোগাত। তাঁর অবস্থা স্থিতিশীল। এখন বিশ্রামে রয়েছেন তিনি।
এদিকে ফোগাত ডিসকোয়ালিফাই হওয়ায় হাতছাড়া হল ভারতের আরও একটি পদক। এদিন সকালে ওজন মাপতে গিয়েই হল বিপত্তি। তাঁর ওজন ৫০ কেজির বেশি আসে। কুস্তির নিয়ম অনুযায়ী ম্যাচের দিন সকালে কুস্তিগিরদের ওজন মাপা হয়। বুধবার সকালে ভিনেশের ওজন বেশি আসায় ৫০ কেজি বাউটের যোগ্যতাঅর্জন করতে পারেননি। ১০০ গ্রাম ওজন বেশি ধরা পড়ে তাঁর। ফলে অলিম্পিক থেকে বাতিল করা হয় ভিনেশকে। নিয়ম অনুযায়ী, রুপোর পদকের জন্যও তাঁর নাম বিবেচিত হবে না। এই খবরে ভিনেশের পাশাপাশি মন ভাঙল দেশবাসীর।
