আজকাল ওয়েবডেস্ক: প্রথম ম্যাচে হারের পর দুর্দান্ত কামব্যাক ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের। পরপর দুই ম্যাচ জিতে লিগ টেবিলে ওপরের দিকে উঠে এল ইউকেএসসি। শনিবার শ্রীরামপুরে সিএফসির মুখোমুখি হয়েছিল ইউনাইটেড। রীতিমত আধিপত্য বজায় রেখে ৪-১ ফলাফলে এদিন ম্যাচ পকেটে পুরে নিলেন ফুটবলাররা। ইউনাইটেডের হয়ে একটি গোল করেন রাহুল দুয়ারি। হ্যাটট্রিক করেন রাহুল ভেনু।










এই ম্যাচে জয়ের পর তিন ম্যাচে ইউকেএসসির পয়েন্ট দাঁড়াল ছয়। এদিন মাঠে উপস্থি ছিলেন প্রাক্তন ফুটবলার জামশেদ নাসিরি। তাঁর হাত থেকে এদিন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেন রাহুল ভেনু। প্রথম ম্যাচে হারের পর কোচ দীপক মণ্ডল জানিয়েছিলেন, দল ফিরবে। তাঁর প্রতিশ্রুতি মতই দ্বিতীয় ম্যাচ থেকে জয়ের সরণিতে ফিরেছে ইউনাইটেড কলকাতা। টানা দুই জয়ের পর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে ফুটবলারদের।