আজকাল ওয়েবডেস্ক: ময়দানের খেলোয়াড় প্রশাসক তথা সিএবির প্রাক্তন অবজারভার রবার্ট রোজারিওর পাশে দাঁড়ালেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সচিব মইনুদ্দিন বিন মাকসুদ। ৭৩ বছরের বর্ষীয়ান কর্তা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। বর্তমানে পুনেতে মেয়ের কাছে আছেন। খবর পেয়ে তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সচিব। এই যুদ্ধে জয়ী হতে ময়দানে সবার সহযোগিতা চান মঈন বিন মাকসুদ।
সাহায্যার্থে এগিয়ে এসেছেন তাঁর পুত্র আব্দুল্লাহও। অর্থনৈতিক এবং সামাজিকভাবে রবার্ট রোজারিওর পাশে দাঁড়িয়েছেন ময়দানের এই কর্তা এবং তাঁর পুত্র। সিএবি সহ বর্ষীয়ান কর্তার ক্লাব রেঞ্জার্সকেও এগিয়ে আসায় আহ্বান জানান ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সচিব। তিনি মনে করেন, সবাই এগিয়ে এলে যুদ্ধে জয়ী হবেন ময়দানের এই প্রবীণ মানুষটি। মঈনের এই উদ্যোগে অভিভূত রোজারিও। তিনি জানান, 'মঈনের পাশে দাঁড়ানো ময়দানে একটা উদাহরণ হয়ে থাকবে।' আশা করছেন, সিএবির কর্তারাও এগিয়ে আসবে।
