আজকাল ওয়েবডেস্ক: টেনিস থেকে এখনই অবসর নেওয়ার কোনও পরিকল্পনাই নেই ভিনাস উইলিয়ামসের। একটি মাইলফলক ছোঁয়ার লক্ষ্য নিয়েছেন তিনি। আমেরিকার ৪৫ বছরের খেলোয়াড় ৫০ বছর বয়স পর্যন্ত খেলতে চান। এক সাক্ষাৎকারে এমনই এক ইচ্ছার কথা জানিয়েছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা। 

ভিনাস উইলিয়ামস এখনও কোর্টের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাখির মতো উড়তে পারেন। এখনও তাঁর সার্ভিসে রয়েছে আগুন। এখনও তিনি নেটের সামনে আগের মতোই ক্ষিপ্র। তাঁর ভিতরে রয়ে গিয়েছে এখনও অনেক টেনিস। পঞ্চাশ বছর পর্যন্ত সহজেই খেলে যেতে পারেন ভিনাস।

দীর্ঘ সময় পরে কোর্টে ফিরেই ভিনাস উইলিয়ামস কোর্টে ছড়িয়ে দিলেন এক মুঠো সোনালী রোদ্দুর। ওয়াশিংটন ওপেনের ডাবলসে শেষ ষোলোয় জেতেন সাত বারের গ্র্যান্ড স্লাম জয়ী ভেনাস। 

আরও পড়ুন:‌  'আমরাও ছেড়ে কথা বলব না,' ম্যাঞ্চেস্টার টেস্টের আগে ভারতকে হুঁশিয়ারি স্টোকসের

এদিকে ভিনাসের বয়স হয়ে গিয়েছে ৪৫। বয়স অবশ্য একটা সংখ্যামাত্র! এর বেশি কিছু নয়। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে তিনি টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছেন। আর কোর্টে নেমে ভিনাস ধরা দিলেন চেনা অবতারে। মার্কিন যুক্তরাষ্ট্রের হেইলি ব্যাপটিস্টের সঙ্গে জুটি বেঁধে ইউজনি বুশার্ডক্লেরভি এনগুনিউ জুটিকে ৬-৩, ৬-১ গেমে জেতেন তিনি। 

Venus Williams participates in a press conference after winning women's doubles match against Eugenie Bouchard and Cleave Ngounoue (not pictured) during day 1 of the Mubadala Citi DC Open 2025 (Getty Images via AFP)

ভিনাস উইলিয়ামসকে নিয়ে পত্রপত্রিকায় লেখা হয়, তিনি কি তাঁর প্রাপ্য কোনওদিন পেয়েছেন? তাঁর বোন সেরিনা উইলিয়ামস সব আলো শুষে নেন। শোনা যায়, ২০ বছর বয়সে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতার পরে ৪ লাখ ৩০ হাজার পাউন্ড পেয়েছিলেন ভিনাস। সেই অর্থ তিনি খরচ করেননি। শপিংও করেননি। গোটা টাকাই তিনি জমিয়ে রেখেছিলেন ব্যাঙ্কে। সেই ভিনাস এখন তাঁর টেনিস কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে গিয়েছেন। এখনও জেতার ইচ্ছা তাঁর প্রবল। তাঁর খেলা দেখে কে বলবেন, তিনি গত বছরের মার্চে শেষ বার খেলেছিলেন। তার পরে কেটে গিয়েছে দীর্ঘ ১৬ মাস। ভিনাস উইলিয়ামসের টাচ একই রকম রয়েছে।  

প্রাক্তন এক নম্বর খেলোয়াড় ভিনাস উইলিয়ামস শেষবার খেলেছিলেন মায়ামি ওপেনে। এই মুহূর্তে ভেনাসের কোনও র‍্যাঙ্কিং নেই। তিন বছর পরে প্রথমবার কোনও ডাবলসে নামলেন ভিনাস। 

২৩ বছর বয়সী ব্যাপটিস্টের সঙ্গে খেলা উপভোগ করেন ভিনাসজয়ের পর মজা করে বলেন, ছোট বোন ও ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরিনা উইলিয়ামসের পরিবর্তে আরও আগেই ব্যাপটিস্টের সঙ্গে জুটি বাঁধা উচিত ছিল তাঁর। 

Venus Williams

আবির্ভাবের পরে সেরিনা অবশ্য ছাপিয়ে গিয়েছেন তাঁর দিদি ভিনাসকে। জনপ্রিয়তা, সাফল্য, আর্থিক দিক থেকে সেরিনা বহু এগিয়ে। তিনি কিংবদন্তির পর্য়ায়ে পৌঁছে গিয়েছেন। মহিলাদের টেনিসে প্রাইজমানির নিরিখে সর্বোচ্চ আয় করেছেন ২৩টি গ্র্যান্ড স্ল্য়াম জয়ী সেরিনা।

৯ কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৭৩০ ডলার আয় করেছেন সেরিনা। তাঁর দিদি ৭ বার গ্র্যান্ড স্ল্য়াম জয়ী ভিনাস উইলিয়ামস প্রাইজমানি থেকে আয়ে দ্বিতীয়। ৪ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৫৭৮ ডলার আয় করেছেন ভিনাস। সেই ভিনাস কোর্টে ফিরে তাক লাগিয়ে দিচ্ছেন। 

আরও পড়ুন:‌ বারবার চোট পাচ্ছেন আকাশ, নীতীশরা, সমাধান বাতলে দিলেন মাহি