আজকাল ওয়েবডেস্ক: এই ৪৪ বছর বয়সে এসেও ফিট মহেন্দ্র সিং ধোনি। নিজের ফিটনেস ধরে রেখেছেন। হাঁটুতে অস্ত্রোপচারের পরেও আইপিএলে ২০ ওভার উইকেটকিপিং করেছেন। দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে খুব কম বারই চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে ধোনিকে। কয়েক বছর আগেও ধোনির সঙ্গে দৌড়ে পারতেন না হার্দিক পাণ্ডিয়ারা। অথচ ২৮ বছরের আকাশদীপ, ২২ বছরের নীতীশ রেড্ডিরা বার বার চোট পাচ্ছেন। কেন এই সমস্যা হচ্ছে? কারণের পাশাপাশি তার সমাধানও বাতলে দিলেন ধোনি।‌ 


রাঁচীতে একটা অনুষ্ঠানে ধোনিকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক জানান, তরুণ প্রজন্ম পরিশ্রম করে না। খেলাধুলো করে না। ফলে ফিটনেসে সমস্যা হচ্ছে। ধোনি বলেন, ‘‌এখনকার দিনে তরুণ প্রজন্মের ফিটনেস কমে যাচ্ছে। তার কারণ, শারীরিক পরিশ্রম কম হচ্ছে। এখন কেউ খেলাধুলো করতে চায় না।’‌ তাঁর কন্যা জিভার উদাহরণও টেনেছেন ধোনি। তিনি বলেন, ‘‌এমনকি, আমার মেয়েও শারীরিক পরিশ্রম করে না। ও কোনও খেলাধুলো করে না। তাই আমাদের ভাবতে হয়, কী ভাবে ওকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখব। দৌড়ঝাঁপ না করলে শরীর ফিট হবে না। সেটা সকলকেই বুঝতে হবে।’‌ 


চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরে পিঠে ব্যথা হয়েছিল আকাশদীপের। সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। আইপিএলের শুরুর দিকেও খেলতে পারেননি বাংলার পেসার। পরে চোট সারিয়ে দলে ফিরে ইংল্যান্ডে দুটো টেস্ট খেলে আবার পিঠে ব্যথা শুরু হয়েছে আকাশদীপের। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে তাঁর খেলার সম্ভাবনা কম।

 

আরও পড়ুন:‌ বুধবার থেকে শুরু হচ্ছে টেস্ট,‌ কেমন থাকবে ম্যাঞ্চেস্টারের আবহাওয়া জানুন 


একই হাল নীতীশ কুমার রেড্ডিরও। আইপিএলের আগে চোট পেয়েছিলেন তিনি। ফলে আইপিএলের শুরুতে বল করেননি। ইংল্যান্ডে দুটো টেস্ট খেলার পর জিম করতে গিয়ে এমন চোট পেয়েছেন যে সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। দেশে ফিরেছেন তিনি। বর্ডার গাভাসকার ট্রফিতে পিঠের ব্যথা ভুগিয়েছে জসপ্রীত বুমরাকেও। চলতি সিরিজে তিনি তিনটের বেশি টেস্টে খেলবেন না। বুমরাকে ফিট রাখতে এমনই সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের মেডিক্যাল টিম। কোমরের চোটের জন্য লাল বলের কেরিয়ারই শেষ হয়ে গিয়েছে হার্দিকের। এই পরিস্থিতিতে কী ভাবে সুস্থ থাকা যায়, সেই উপায় এবার বাতলে দিলেন ধোনি।

এটা ঘটনা, চতুর্থ টেস্টের আগে চোট সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়া। নেই নীতিশ রেড্ডি এবং অর্শদীপ সিং। ভারতীয় অলরাউন্ডার সিরিজের বাকি দুই টেস্টেই নেই। তবে এখনও তাঁর পরিবর্তের নাম ঘোষণা করেননি বোর্ড। অর্শদীপের জায়গায় অংশুল কম্বোজকে নেওয়া হয়। সিরিজে টিকে থাকতে ম্যাঞ্চেস্টারে জিততেই হবে। আকাশ দীপের ফিটনেস নিয়েও সংশয় ছিল। কিন্তু তাঁকে রেখেই চতুর্থ টেস্টের দল ঘোষণা করা হয়। নেওয়া হয়েছে অংশুল কম্বোজকেও।‌

অন্যদিকে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য পাঁচের মধ্যে তিনটে ম্যাচ খেলবেন জসপ্রীত বুমরা। ইতিমধ্যেই প্রথম এবং তৃতীয় ম্যাচ খেলে ফেলেছেন। পরিস্থিতি বিচারে ম্যাঞ্চেস্টারে বুমরার খেলার সম্ভাবনা রয়েছে। যদিও সতীর্থ সিরাজ জানিয়েছেন, ‘‌আমি যতদূর জানি, বুমরা খেলবে। আকাশ দীপের কুঁচকিতে চোট আছে। তবে ও বল করেছে।’‌