আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের মাটিতে জ্বলে উঠলেন বৈভব সূর্যবংশী। প্রথম ইউথ একদিনের ম্যাচে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ১৯ বলে ৪৮ রান করলেন বিস্ময় বালক। শুক্রবার হোভের কাউন্টি গ্রাউন্ডে নিজেকে মেলে ধরেন বৈভব। ইংল্যান্ডের মাটিতে ভয়ডরহীন ক্রিকেট খেলেন। তাঁর ব্যাটে ভর করে রান তাড়া করে জেতে ভারত। পাঁচটি ছয় এবং তিনটি চার মারেন ১৪ বছরের ওপেনার। তাঁকে যোগ্য সঙ্গত দেন আয়ুশ মাত্রে। ৭.৩ ওভারে ৭১ রান যোগ করে এই জুটি। কিন্তু মাত্র ২ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। অষ্টম ওভারে রালফি অ্যালবার্টের বলে তাজিম চৌধুরী আলির হাতে ধরা পড়েন। তিনি আউট হওয়ার পরই ফেরেন মাত্রে। ৩০ বলে ২১ রান করে আউট হয়।
ইংল্যান্ডের বিরুদ্ধে অনায়াসেই জয় তুলে নেয় ভারতের জুনিয়ররা। ১৫৬ বল বাকি থাকতে ৬ উইকেটে জেতে ভারত। ৩৪ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞান কুণ্ডু। ২৪ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায়। প্রথমে ব্যাট করে ৪২.২ ওভারে ১৭৪ রান করে ইংল্যান্ড। অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি ফ্লিনটফ সর্বোচ্চ স্কোরার। ৯০ বলে ৫৬ রান করেন। তিনটে ছয় এবং তিনটে চার মারেন। আধিপত্য বিস্তার করে ভারতীয় বোলাররা। ২০ রানে ৩ উইকেট নেয়। জোড়া উইকেট নেয় মহম্মদ এনান, আরএস আমব্রিশ এবং হেনিল প্যাটেল। ম্যাচ শেষে সূর্যবংশী বলেন, 'ইংল্যান্ডে খেলার একটা অভিজ্ঞতা হবে। আমরা ট্রফি জেতার চেষ্টা করব।' আরও একজন ভবিষ্যতের সুপারস্টারের অপেক্ষার ভারতীয় ক্রিকেট।
