আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনিই। বৈভব সূর্যবংশী। আইপিএল অভিষেকও হয়ে গেছে এই তরুণের। ১৪ বছরের ক্রিকেটারকে নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় কিনেছিল রাজস্থান। লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে ২০ বলে ৩৪ রান করেছে বৈভব। বাঁহাতি ব্যাটার ব্যাট করতে এসেই হাঁকিয়েছিলেন ছয়।
 
 এত কম বয়সে আইপিএল অভিষেক। অভিষেকটা যথেষ্ট ভাল হয়েছে বৈভবের। তাঁর ছোটবেলার কোচ ব্রজেশ ঝা বলেছেন, ‘ছোটবেলা থেকেই চ্যালেঞ্জের সঙ্গে বড় হয়েছে বৈভব। বহু পরিশ্রমের পর এই জায়গায় এসেছে। অভিষেক ম্যাচে ওঁর পারফরম্যান্স হৃদয় ছুঁয়ে গেছে। আশা করব আগামীতে আরও ভাল খেলবে।’ ক্রিকেটের জন্য বৈভবের পড়াশুনোতেও যে প্রভাব পড়েছিল, তা জানিয়ে ছোটবেলার কোচ বলেছেন, ‘ক্রিকেটের প্রতি সিরিয়াস হয়ে যাওয়ার পরে বৈভবের পড়াশুনোয় যথেষ্ট প্রভাব পড়েছিল। কিন্তু সেই পরিস্থিতিটাও কাটিয়ে নিয়েছিল বৈভব। খেলার পাশাপাশি পড়াশুনোও চালিয়ে গেছে।’ 
 
 বৈভবের ব্যাটিং নিয়ে ব্রজেশ বলেছেন, ‘প্রথম বল থেকেই সুন্দর খেলেছে ছেলেটা। দুর্ভাগ্য যে আউট হয়ে গেল। আশা করব পরের ম্যাচে আরও ভাল করবে। গোটা টুর্নামেন্টে যতটা সুযোগ পাবে, আরও রান করার চেষ্টা করুক। ভুল থেকে শিক্ষা নিয়ে ফিরে আসুক। ১০০ শতাংশ দিক। আরও ভাল খেলার ক্ষমতা রাখে বৈভব।’ 
 
 শুধু আইপিএল নয়, বৈভবকে দেশের হয়ে খেলতে দেখতে চান তাঁর কোচ। বলেছেন, ‘স্বপ্ন দেখি বৈভব একদিন দেশের হয়ে খেলবে। সবারই এই স্বপ্ন থাকে। আর তা সত্যি হলে সমস্তিপুর আনন্দে মেতে উঠবে।’ 
