আজকাল ওয়েবডেস্ক:‌ ১১ জুন শুরু হবে ফিফা বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এবার অংশ নেবে ৪৮ দল। দলের সংখ্যা বাড়ায় ম্যাচের সংখ্যাও বাড়বে। আর আসন্ন বিশ্বকাপে নতুন প্রযুক্তি আনার ভাবনাচিন্তা করছে ফিফা। এখনও অবধি যা খবর,  তাতে প্রত্যেক ফুটবলারের জন্য থ্রি–ডি ডিজিটাল প্রতিরূপ তৈরি করতে চলেছে ফিফা। যা এআই–ভিত্তিক। 


ফিফার ধারণা আধা স্বয়ংক্রিয় এই পদ্ধতিতে আরও সঠিকভাবে কাজ করবে অফসাইড প্রযুক্তি। এবারের বিশ্বকাপে ৪৮টি দল খেলবে। সেখানে ২৬ জন করে প্লেয়ার। অর্থাৎ সব মিলিয়ে ১,২৪৮ জন। প্রত্যেকেরই ডিজিটাল স্ক্যান তৈরি করা হবে। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা আরও জানিয়েছে, ফুটবলারদের শরীরের নিখুঁত মাপ নিয়ে এই ডিজিটাল স্ক্যান তৈরি করা হবে। এতে দ্রুত নাড়াচাড়া ধরা পড়বে। সহজেই সেই ফুটবলারকে চিহ্নিত করা যাবে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রিপ্লেকে আরও নিখুঁত করে তোলাই এর লক্ষ্য। সম্প্রতি লাস ভেগাসে কনজ্যুমার ইলেকট্রনিক শোতে বক্তব্য রেখেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেখানেই তিনি এই উদ্যোগের কথা ঘোষণা করেছিলেন।


কীভাবে ফুটবলারদের ছবি তোলা হবে? জানা গেছে, প্রত্যেকের জন্য বরাদ্দ থাকবে একটা বিশেষ চেয়ার। স্ক্যান করার সময় সেখানে বসতে হবে। মাত্র এক সেকেন্ডের মধ্যে স্ক্যানের কাজ শেষ করতে হবে। একবারই হবে এই স্ক্যান। জানা গিয়েছে, বিশ্বকাপের আগে ফটোশুটের সময়েই সম্পন্ন হবে এই কাজ। এই স্ক্যানের ফলে দ্রুত মুভমেন্ট তো বটেই, বাধাপ্রাপ্ত অবস্থাতেও নির্ভুলভাবে ফুটবলারদের গতিবিধি ধরা পড়বে। তবে এটা ঘটনা, এমন প্রযুক্তি ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে ব্যবহৃত হয়েছে। এক মাস আগে ফ্ল্যামেঙ্গো এবং পিরামিডস এফসি’র ফুটবলারদের বিশেষ এই পদ্ধতিতে স্ক্যান করা হয়েছিল। এবার বিশ্বকাপেও এই প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবছে ফিফা। 

এদিকে, বেকহ্যাম পরিবারে বড় ফাটল। ডেভিড বেকহ্যাম এবং ভিক্টোরিয়া বেকহ্যামকে আইনি নোটিস পাঠিয়েছে ছেলে ব্রুকলিন বেকহ্যাম। চিঠির বয়ানে লেখা আছে, সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্যাগ করতে পারবে না তাঁর মা এবং বাবা। কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে ডেভিড বেকহ্যাম, ভিক্টোরিয়া বেকহ্যাম এবং ছোট ভাইকে ব্লক করে দেন ব্রুকলিন। নিজের হ্যান্ডেলে একটি রোস্ট চিকেনের ছবি পোস্ট করেছিলেন। তাতে লাইক দেন ভিক্টোরিয়া। তারপরই নিজের পরিবারকে ব্লক করে দেন বেকহ্যামের বড় ছেলে। তবে নিজের দাদু–ঠাকুমা বা আত্মীয়–স্বজনকে ব্লক করেননি। নিজের পোস্টে তাঁদের লাইক এবং কমেন্ট আনন্দে গ্রহণ করেন।