আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ফের জ্বলে উঠলেন বৈভব সূর্যবংশী। আইপিএলে শতরানের পর এবার বিস্ময় তরুণের ব্যাট থেকে এল ১৯০ রান। তাও আবার ৯০ বলে।
ইংল্যান্ডগামী অনূর্ধ্ব–১৯ দলে সুযোগ পেয়েছে বৈভব। সেই দলের অধিনায়ক আয়ুষ মাত্রে। ইংল্যান্ড রওনা হওয়ার আগে বিসিসিআইয়ের সেন্টার ফর এক্সেলেন্সে শিবির চলছে গোটা দলের। সেখানেই একটি প্রস্তুতি ম্যাচে এই ইনিংস উপহার দিয়েছে বৈভব। গোটা মাঠের বিভিন্ন দিকে শট খেলেছে। মিড উইকেট, লং অন, পয়েন্ট, সব জায়গা দিয়েই বড় শট খেলে ছয় মেরেছে। বৈভবের ইনিংসের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
আইপিএলে শতরান করেছিলেন। এবার অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া হল।
আগামী ২৪ জুন থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব–১৯ দলের ইংল্যান্ড সফর। ইংল্যান্ডের অনূর্ধ্ব–১৯ দলের সঙ্গে পাঁচটি এক দিনের ম্যাচ এবং দু’টি ‘মাল্টি ডে’ ম্যাচ খেলবে তারা।
প্রসঙ্গত, ১৩ বছর বয়সে অনূর্ধ্ব–১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করে নজরে এসেছিল বৈভব। পরে তাঁকে ১ কোটি ১০ লক্ষ টাকায় কিনে নেয় রাজস্থান। আইপিএলে ৭ ম্যাচে করে ২৫২ রান। রয়েছে শতরানও।
