আজকাল ওয়েবডেস্ক: কলকাতা ফুটবল লিগের ম্যাচ গড়াপেটা কাণ্ডে গ্রেফতার করা হল আরও একজনকে। মঙ্গলবার রাতে সুজয় ভৌমিক (মন) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বৌবাজার থানার পুলিশ। এর আগে গ্রেফতার হওয়া আকাশ দাসের ঘনিষ্ঠ সুজয়। এই নিয়ে ম্যাচ ফিক্সিং কাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে হল তিন। এর আগে দু'জনকে গ্রেফতার করা হয়েছিল। এর আগেও কলকাতা ময়দানে একাধিকবার ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে। কিন্তু প্রমাণিত হয়নি। কিন্তু ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের তদন্তে এবার বেনজির পদক্ষেপ নেয় কলকাতা পুলিশ। তদন্তে নেমে আকাশ দাস এবং রাহুল সাহা নামে দুই ফুটবল কর্তাকে গ্রেফতার করা হয়। আইএফএর অনুরোধে তদন্তে নামে কলকাতা পুলিশ। এই পদক্ষেপের জন্য তাঁদের ধন্যবাদ জানায় বাংলার ফুটবল নিয়ামক সংস্থা।
দু'দিন আগে আইএফএ অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আইএফএ কর্তারা কলকাতা পুলিশকে ধন্যবাদ জানায়। আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, 'সারা দেশের মধ্যে কলকাতা পুলিশই প্রথম এই বিষয়ে গ্রেফতারির মতো নজির স্থাপন করেছে। যে সব ক্লাব এই কাজে জড়িত প্রমাণিত হয়েছে, তাঁদের বিষয়টা শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো হবে।' আইএফএ সচিব মনে করেন, এটা হিমশৈলের চূড়া মাত্র। আগামী দিনে আরও তথ্য সামনে আসবে। তবে জানানো হয়েছে, এই গ্রেফতারির কারণে কলকাতা লিগের ফলাফলের ওপর কোনও প্রভাব পড়বে না। সাংবাদিক সম্মেলনে সচিব ছাড়াও সভাপতি অজিত বন্দোপাধ্যায়, কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, দিলীপ নারায়ন সাহা, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী উপস্থিত ছিলেন।
