আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কাই সত্যি হল। বৃষ্টির জন্য পিছিয়ে গেল টস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি না হলেও ম্যাচের আগে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বৃষ্টি শুরু হয়। তবে স্থানীয় সময় সকাল সাড়ে ন'টা নাগাদ বৃষ্টি থেমেও যায়। খেলা শুরু হওয়ার কথা ছিল সাড়ে দশটায়। পিচ কভারও সরিয়ে দেওয়া হয়। কিন্তু ভেজা আউটফিল্ডের জন্য পিছিয়ে যায় টস। দুই আম্পায়ারকে মাঠ পর্যবেক্ষণ করতে দেখা যায়। যুদ্ধকালীন তৎপরতায় মাঠ শুকনোর চেষ্টা করছেন মাঠকর্মীরা। টসের সময় এখনও জানানো হয়নি। তবে আশা করা যাচ্ছে ৩০ মিনিটের মধ্যেই টস হবে। দুই দলের ক্রিকেটাররা ওয়ার্ম আপ করতে মাঠে নেমে পড়েছে। বৃষ্টির কথা মাথায় রেখে সেমিফাইনালে বাড়তি ২৫০ মিনিট খেলার জন্য বরাদ্দ করা হয়েছে। ওভার কমিয়েও ম্যাচ করার চেষ্টা করা হবে। নেহাত সম্ভব না হলে সুপার এইটে ইংল্যান্ডের আগে থাকায় ফাইনালে চলে যাবে ভারত।
