নভেম্বর মাসে মার্গী হচ্ছে শনি। আগামী ২৮ নভেম্বর থেকে ঘটবে এই বদল, তারপর আগামী ৬ মাস সোজা পথে হাঁটবে এই গ্রহ। চলতি মাসেই মীন রাশিতে থেকেই নিজের গতি বদলাবে শনি।
2
7
আর এই বদলের জেরেই একাধিক রাশির জীবনে পড়বে ভাল প্রভাব। দেখে নিন তালিকায় কোন ৫ রাশি রয়েছে।
3
7
তালিকায় প্রথমেই আছে বৃষ রাশি। এই রাশিদের মান-সম্মান, শক্তি, প্রভাব বৃদ্ধি পাবে। সামাজিক পরিসরে ব্যাপ্তি বাড়বে, গড়ে উঠতে পারে নতুন বন্ধুত্ব। হঠাৎ করে পূরণ হয়ে যেতে পারে কোনও স্বপ্ন।
4
7
শনি মার্গী হলে শুভ সময় শুরু হবে কর্কট রাশির। যে কাজে এই রাশির জাতকেরা হাত দেবেন সেটাই ভাল ভাবে সম্পন্ন করতে পারবেন। এতদিন যে পরিশ্রম করে এসেছেন সেটার ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
5
7
কন্যা রাশির জাতকেরা এই সময় বিশ্বাসযোগ্য ব্যক্তির সাহায্য পাবেন। তাঁর সাহায্যেই বদলাতে পারবেন নিজের ভাগ্য। নতুন কাজ শুরু করার ইচ্ছে থাকলে সেটাও করতে পারেন। সৎ পথে থাকলে ধনলাভের সম্ভাবনা রয়েছে।
6
7
বৃশ্চিক রাশির এই সময় প্রেম জীবন ভাল কাটবে। সৃজনশীলতা, আত্মবিশ্বাস বাড়বে। নিজের পরিচিতি আরও সুদৃঢ়ভাবে গড়ে তুলতে পারবেন।
7
7
মকর রাশির ব্যক্তিরা এই সময় সকলের সাহায্য পাবেন। প্রসন্ন থাকবেন। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, বাড়বে প্রভাব।