২০২৬ সালে স্থান বদলাবে রাহু। জ্যোতিষশাস্ত্র মতে, রাহু প্রতি দেড় বছর অন্তর জায়গা বদল করে। সঙ্গে কেতুও। আর তারা সবসময়ই বক্রি গতিতে চলে।
2
8
২০২৬ সালে মকর রাশিতে প্রবেশ করবে রাহু, বর্তমানে এই গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আর তার এই স্থান বদলের কারণে ভাগ্য বদলাবে ৩ রাশির। তালিকায় আছে কারা?
3
8
রাহুর স্থান বদলের কারণে যে রাশিগুলো লাভবান হবে সেগুলোর অন্যতম হল বৃষ রাশি। ২০২৬-এ এই গ্রহ স্থান বদলালেই অবিশ্বাস্য ভাবে আয় বৃদ্ধি পাবে বৃষ রাশির জাতকদের। এই রাশির ব্যবসায়ীদের কোনও কাজ, চুক্তি আটকে গেলে সেটা চূড়ান্ত হবে।
4
8
বৃষ রাশির জাতকেরা এই সময় লটারির মাধ্যমেও অর্থ উপার্জন করতে পারবেন। শুধু তাই নয়, তাঁদের পদোন্নতি হওয়ার বা বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। মান, খ্যাতি বাড়বে।
5
8
ধনু রাশির জাতকদের এই সময় হঠাৎ হঠাৎ করেই ধনলাভের সুযোগ ঘটবে। আপনার কথা মান্যতা পাবে, বাড়বে গুরুত্ব।
6
8
বহুদিন ধরে আপনার যে কাজ আটকে রয়েছে সেটি এই সময় হতে পারে, বা নতুন করে সেই কাজে গতি পেতে পারেন। সমাজে খ্যাতি এবং প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে।
7
8
মিথুন রাশির জাতকদেরও এই সময় কাজ এবং ব্যবসায় উন্নতি হবে। ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন। লাভের সম্ভাবনা রয়েছে।
8
8
যে মিথুন রাশির জাতকেরা চাকরি খুঁজছেন বা চাকরি বদল করতে চাইছেন, তাঁদের জন্য এই সময়টা শুভ। চেষ্টা সফল হবে। যাঁরা চাকরি করছেন তাঁদের পদোন্নতি হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মুনাফা বৃদ্ধির সম্ভাবনা থাকবে।