স্টার জলসায় কয়েক সপ্তাহ হল শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'ও মোর দরদিয়া'। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র হিসেবে দেখা যাচ্ছে অভিনেত্রী রণিতা দাস ও অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। এই প্রথমবার বিশ্বরূপ ও রণিতার জুটি বাঁধলেও দর্শক তাঁদের দারুণ ভালবাসা দিচ্ছেন। শুরুতেই জনপ্রিয়তা পাওয়ার ফলে এই ধারাবাহিক রেটিং চার্টেও জায়গা করে নিয়েছে। এবার আসছে 'ও মোর দরদিয়া'র রিমেক!
স্টার প্লাসে আসছে এর হিন্দি রিমেক। মেগার নাম 'শেহজাদি হ্যায় তু দিল কী'। মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী অশিকা পাড়ুকোন ও অঙ্কিত রায়জাদাকে। গল্পে বাংলা ধারাবাহিকের বাণীর মতোই অন্তঃসত্ত্বা অশিকার চরিত্রটির স্বামী তাকে ছেড়ে চলে যায়। একাই সন্তানের জন্ম দিতে যায় সে। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই রাস্তায় অসুস্থ হয়ে পড়ে অশিকার চরিত্রটি। ঠিক তখনই তাকে উদ্ধার করে অঙ্কিতের চরিত্রটি।
হাসপাতালে সন্তানের জন্মের পর দেখা হয় অশিকা ও অঙ্কিতের। গল্পে একটু একটু করে অশিকা ও তাঁর সন্তানের প্রতি দুর্বল হয়ে পড়েন অঙ্কিত। এই নিয়েই এগোবে ধারাবাহিক। ইতিমধ্যেই সামনে এসেছে এই হিন্দি ধারাবাহিকের প্রথম ঝলক। স্টার জলসার 'ও মোর দরদিয়া'র রিমেক হয়ে যে আসছে এই মেগা তা আর বুঝতে বাকি নেই দর্শকের।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by StarPlus (@starplus)
এরকম বহু ধারাবাহিকের রিমেক এর আগে দেখেছেন দর্শক। বিভিন্ন ভাষায় রিমেক হয়েছে 'জগদ্ধাত্রী', 'কথা', 'অনুরাগের ছোঁয়া'র মতো বহু মেগা। এবার পালা সদ্য শুরু হওয়া 'ও মোর দরদিয়া'র।
এই ধারাবাহিকে মুখ্য খল নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী তনুকা চট্টোপাধ্যায়কে। তাঁকে এর আগে দর্শক ইতিবাচক ও নেতিবাচক দুই চরিত্রেই দেখেছেন। তাঁকে শেষ দেখা গিয়েছে ধারাবাহিক 'কথা'য়।
এদিকে, একা তনুকাই নন, ধূসর চরিত্রে দেখা যাচ্ছে সোমাশ্রী ভট্টাচার্যক। সোমাশ্রীকে দর্শক এর আগে বহু ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখেছেন। শুধু তাই নয়, 'উড়ান'-এ তাঁর ইতিবাচক চরিত্রটিও মন কেড়েছিল দর্শকের। এবার এই গল্পে তিনি ঠিক কোন চরিত্রে আসছেন তা তো সময়ই বলবে। তবে জানা যাচ্ছে, তনুকার অভিনীত চরিত্রটিই ছোটবেলায় রণিতা ও সোমাশ্রীর ভাগ্য বদলের জন্য দায়ী।
এছাড়াও এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহিম মির্জা। ফাহিমকে দর্শক ছোটপর্দা, বড়পর্দা থেকে ওটিটির দুনিয়ায় দেখেছেন। কিছুদিন আগেও তাঁকে 'মিত্তির বাড়ি'তে শেষ দেখেছেন দর্শক। ইতিবাচক এবং নেতিবাচক কিংবা ধূসর চরিত্রে এর আগে অভিনয় করে দর্শক মহলে পরিচিতি গড়ে তুলেছেন ফাহিম। 'ও মন দরদিয়া' ধারাবাহিকে ফাহিমকে দেখা যাচ্ছে চলেছে নেতিবাচক চরিত্রে। রণিতার সতীনের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়কে।
প্রসঙ্গত, শুরু থেকেই এই গল্প দারুণ পছন্দ করছেন দর্শক। এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী রণিতা দাস। এই প্রথমবার বিশ্বজিতের সঙ্গে জুটি বেঁধে দর্শকের মনে জায়গা করছেন অভিনেত্রী।