স্টার জলসায় কয়েক সপ্তাহ হল শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'ও মোর দরদিয়া'। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র হিসেবে দেখা যাচ্ছে অভিনেত্রী রণিতা দাস ও অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। এই প্রথমবার বিশ্বরূপ ও রণিতার জুটি বাঁধলেও দর্শক তাঁদের দারুণ ভালবাসা দিচ্ছেন। শুরুতেই জনপ্রিয়তা পাওয়ার ফলে এই ধারাবাহিক রেটিং চার্টেও জায়গা করে নিয়েছে। এবার আসছে 'ও মোর দরদিয়া'র রিমেক! 

 


স্টার প্লাসে আসছে এর হিন্দি রিমেক। মেগার নাম 'শেহজাদি হ্যায় তু দিল কী'। মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী অশিকা পাড়ুকোন ও অঙ্কিত রায়জাদাকে। গল্পে বাংলা ধারাবাহিকের বাণীর মতোই অন্তঃসত্ত্বা অশিকার চরিত্রটির স্বামী তাকে ছেড়ে চলে যায়। একাই সন্তানের জন্ম দিতে যায় সে। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই রাস্তায় অসুস্থ হয়ে পড়ে অশিকার চরিত্রটি। ঠিক তখনই তাকে উদ্ধার করে অঙ্কিতের চরিত্রটি। 

 


হাসপাতালে সন্তানের জন্মের পর দেখা হয় অশিকা ও অঙ্কিতের। গল্পে একটু একটু করে অশিকা ও তাঁর সন্তানের প্রতি দুর্বল হয়ে পড়েন অঙ্কিত। এই নিয়েই এগোবে ধারাবাহিক। ইতিমধ্যেই সামনে এসেছে এই হিন্দি ধারাবাহিকের প্রথম ঝলক। স্টার জলসার 'ও মোর দরদিয়া'র রিমেক হয়ে যে আসছে এই মেগা তা আর বুঝতে বাকি নেই দর্শকের।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by StarPlus (@starplus)