অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও অভিনেতা বিজয় দেবেরকোন্ডার বিয়ে নিয়ে চারদিকে যখন নানা গুঞ্জন, ঠিক তখনই রশ্মিকা তাঁর ভালবাসার ধারণা ও জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, সেই বিষয়ে মুখ খুললেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি সরাসরি জানিয়ে দেন যে, তিনি বিজয় দেবেরাকোন্ডাকেই বিয়ে করবেন, যা তাঁদের সম্পর্কের জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
2
6
বিয়ে নিয়ে প্রশ্নের উত্তরে রশ্মিকা বলেছেন যে, তিনি এমন একজনকে চান যিনি তাঁকে মন থেকে বুঝতে পারবেন—শুধুমাত্র বাইরে থেকে নয়, জীবনের সব দিক থেকে তাঁকে অনুভব করবেন। তিনি বলেন, "আমি এমন একজন সঙ্গী চাই যে আমাকে বোঝার জন্য প্রস্তুত থাকবে। যে সত্যি ভাল মনের মানুষ হবে এবং আমার পাশে থেকে আমার জন্য লড়াই করবে। যদি কাল আমার জীবনে কোনও বড় সমস্যা আসে, আমি জানি সে আমার হয়ে লড়বে। আমিও তার জন্য একই কাজ করব। আমি তার জন্য যে কোনও দিন বন্দুকের সামনেও আসতে পারি। আমি এমন মানুষকেই জীবনসঙ্গী হিসেবে চাই।"
3
6
একটি মজার গেমে, যেখানে তিনজনের মধ্যে একজনকে 'হত্যা', একজনকে 'বিয়ে' এবং একজনকে 'ডেট' করতে বলা হয়েছিল, সেখানে রশ্মিকা জানান যে তিনি অ্যানিমি ক্যারেক্টার নারুটোকে ডেট করবেন এবং বিজয় দেবেরকোন্ডাকে বিয়ে করবেন। তাঁর এই কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত সবাই আনন্দ প্রকাশ করেন।
4
6
বিয়ের সানাই বেজে উঠতে চলেছে রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবরাকোন্ডার জীবনে। শোনা যাচ্ছে, বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন নায়িকা। সম্প্রতি তিনি উড়ে গিয়েছেন উদয়পুরে। নিজের বিশেষ দিনের জন্য উপযুক্ত ভেন্যু খুঁজে দেখতে। জানা গিয়েছে, তিনি তিন দিন ধরে শহরের বিভিন্ন রাজপ্রাসাদ, লেক-রিসর্ট এবং সম্ভাব্য অনুষ্ঠানস্থল ঘুরে দেখেছেন।
5
6
এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “বিজয় এবং রশ্মিকা আগামী বছরই বিয়ের পরিকল্পনা করছেন।” জানা গিয়েছে, তাঁদের বিয়েতে দক্ষিণ ভারতীয় এবং রাজস্থানি দুই সংস্কৃতির মেলবন্ধন দেখা যাবে। অনুষ্ঠানটি হবে একান্ত পারিবারিক—যেখানে উপস্থিত থাকবেন কেবল ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা।
6
6
উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরে এক ঘরোয়া অনুষ্ঠানে আংটি বদল করেছেন বিজয় এবং রশ্মিকা। প্রকাশ্যে যদিও তাঁরা কোনও ঘোষণা করেননি বা ছবি ভাগ করেননি, তবে বিজয়ের টিম নিশ্চিত করেছে যে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে এবং বিয়ের সম্ভাব্য তারিখ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।