আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালটা বিশেষ ছিল বিরাট কোহলির কাছে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল জিতেছিলেন প্রথমবার। ২০০৮ থেকে আইপিএল শুরু হলেও ২০২৪ অবধি এই মেগা টুর্নামেন্ট জিততে পারেনি আরসিবি। অবশেষে ২০২৫ সালে হয়েছিল স্বপ্নপূরণ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দুটি শতরানও করেছিলেন বিরাট। ২০২৬ সালে কিন্তু তিন তিনটি মাইলস্টোন গড়তে পারেন বিরাট।
আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ৯ হাজার রান গড়ার নজির গড়ার সুযোগ রয়েছে বিরাটের সামনে। এই মুহূর্তে আইপিএলে ২৫৯ ইনিংসে ৮৬৬১ রান করেছেন বিরাট। আর ৩৩৯ রান করলেই ৯ হাজার রান হয়ে যাবে বিরাটের। এই তালিকায় দুইয়ে আছেন রোহিত শর্মা। ২৬৭ ইনিংসে হিটম্যানের রান ৭০৪৬। এটা ঘটনা, আইপিএলের ইতিহাসে কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি একটি দলের হয়েই (আরসিবি) আইপিএল খেলেছেন। আর শেষ তিন আইপিএলে কোহলি প্রায় ৬০০–র কাছাকাছি রান করেছেন।
শচীন তেন্ডুলকারের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে আন্তর্জাতিকে ১৫ হাজার রান করার সুযোগ রয়েছে কোহলির সামনে। ৪৫২ ইনিংসে ১৮৪২৬ রান রয়েছে শচীনের। তালিকায় দুই নম্বরে আছেন বিরাট কোহলি। ২৯৬ ইনিংসে করেছেন ১৪৫৫৭ রান। ১৫ হাজার রানের মাইলস্টোনে পৌঁছতে কোহলির চাই আর ৪৪৩ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হওয়ার সুযোগও রয়েছে কিং কোহলির সামনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি থেকে। প্রথম ম্যাচেই এই নজির গড়ে ফেলতে পারেন বিরাট। টেস্ট, একদিন ও টি–২০ আন্তর্জাতিক মিলিয়ে বিরাটের রান এখন ২৭৯৭৫। ৬২৩ ইনিংসে এই রান করেছেন তিনি। আর ৪২ রান করলেই তিনি শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারার (২৮০১৬) রানকে টপকে যাবেন। সামনে থাকবেন শুধু মাস্টার ব্লাস্টার।
এদিকে, সিডনি টেস্টের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন উসমান খোয়াজা। জানিয়ে দিয়েছেন ৩৯ বছরের অজি ওপেনার।
দেশের হয়ে এখনও অবধি ৮৭ টেস্ট খেলেছেন এই বাঁহাতি ওপেনার। সিডনি হবে তাঁর ৮৮ তম টেস্ট। ২০১১ সালে এই সিডনিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল খোয়াজার। সেই মাঠেই খেলবেন বিদায়ী টেস্ট।
টেস্টে রান করেছেন ৬,২০৬। রয়েছে ১৬ শতরান। গড় ৪৩.৩৯। সর্বোচ্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩২। এছাড়াও অস্ট্রেলিয়ার হয়ে ৪০টি একদিনের ম্যাচে ১৫৫৪ রান এবং ন’টি টি–টোয়েন্টি ম্যাচে ২৪১ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও কুইন্সল্যান্ডের হয়ে শেফিল্ড শিল্ডে খেলবেন বলে জানিয়েছেন। ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ লিগেও খেলবেন খোয়াজা।
