বন্ধুর 'বর'-এর সঙ্গে ঘনিষ্ঠতা! খুল্লাম খুল্লা প্রেমের কথা প্রকাশ্যে আনলেন এই বলি অভিনেত্রী
নিজস্ব সংবাদদাতা
২ জানুয়ারি ২০২৬ ১২ : ৩৮
শেয়ার করুন
1
5
বিনোদন দুনিয়ায় ফের বিয়ের সানাই বাজার অপেক্ষা? অন্তত কীর্তি কুলহারির সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট সেই জল্পনাতেই সিলমোহর দিল। দীর্ঘদিনের গুঞ্জনকে সত্যি করে অভিনেতা রাজীব সিদ্ধার্থের সঙ্গে নিজের সম্পর্কের কথা ঘোষণা করলেন ‘ফোর মোর শর্টস প্লিজ’ খ্যাত এই অভিনেত্রী।
2
5
২০২১ সালে সাহিল সেহগলের সঙ্গে বিচ্ছেদের পর কীর্তি একাই ছিলেন। তবে রাজীবের সঙ্গে তাঁর রসায়ন নজর কেড়েছিল অনুরাগীদের। এবার সরাসরি আদুরে ছবি পোস্ট করে সিলমোহর দিলেন নিজেদের ভালবাসায়। নতুন বছরের শুভেচ্ছা জানাতে দু'জন ভাগ করে নিলেন একগুচ্ছ ছবি।
3
5
বলিউডে সম্পর্ক মানেই এখন বয়সের ব্যবধান নিয়ে কাটাছেঁড়া। কীর্তি ও রাজীবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ১৯৮৫ সালে জন্ম নেওয়া কীর্তির বর্তমান বয়স ৪০ বছর। অন্যদিকে, রাজীব সিদ্ধার্থের জন্ম ১৯৮৬ সালে, অর্থাৎ তাঁর বয়স বর্তমানে ৩৯। হিসেব বলছে, রাজীবের থেকে কীর্তি মাত্র এক বছরের বড়। আজকের দিনে দাঁড়িয়ে এই সামান্য বয়সের ব্যবধান নেটিজেনদের কাছে খুব একটা বড় বিষয় না হলেও, বলিপাড়ার অন্দরে তাঁদের ‘ম্যাচিউরড বন্ডিং’ নিয়ে বেশ প্রশংসা চলছে।
4
5
শোনা যাচ্ছে, একটি ওয়েব সিরিজের শুটিং সেট থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। সেখান থেকে আলাপ গড়ায় প্রেমে। রাজীব সিদ্ধার্থও ওটিটি প্ল্যাটফর্মের বেশ পরিচিত মুখ। ‘ফোর মোর শটস প্লিজ’ সিরিজে তাঁদের অভিনয় দর্শকের পছন্দ হয়েছিল। কিন্তু বাস্তবেও যে তাঁরা একে অপরের হাত ধরবেন, তা হয়তো অনেকেই আঁচ করতে পারেননি।
5
5
ওই সিরিজে রাজীবের চরিত্রের নাম ছিল 'মিহির'। তিনি মানবী গাগরুর সঙ্গে জুটি বেঁধেছিলেন। অন্যদিকে, কীর্তিকে দেখা গিয়েছিল 'অঞ্জনা'র চরিত্রে। পর্দায় বন্ধুর বরের চরিত্রে মিহির অভিনয় করলেও বাস্তবে কীর্তিকেই মন দিয়েছেন।নেটিজেনরা ইতিমধ্যে এই নতুন জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। তবে বিয়ের পরিকল্পনা নিয়ে এখনই মুখ খোলেননি এই তারকা যুগল।