আজকাল ওয়েবডেস্ক: পড়ে গিয়েছে নতুন বছর। ২০২৬ সাল। খেলার দুনিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি–মার্চে ভারতে হবে টি–২০ বিশ্বকাপ। আবার জুন–জুলাইয়ে ফিফা ফুটবল বিশ্বকাপ।
তবে আপাতত আলোচনা ক্রিকেট নিয়ে। চলতি বছর ক্রিকেট মাঠে ভারত–পাকিস্তান দেখা হতে পারে অন্তত পাঁচ বার। অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ, ভারতে পুরুষদের টি–২০ বিশ্বকাপ ও মহিলাদের টি–২০ বিশ্বকাপ রয়েছে।
২০২৫ সালে ভারত–পাক ক্রিকেট মাঠে একাধিকবার দেখা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার। সেখানে জিতেছিল ভারত। এশিয়া কাপে তিন সাক্ষাতে তিনবারই জেতে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। মহিলাদের বিশ্বকাপে দেখা হয়েছিল ভারত–পাক দুই দলের। আবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপেও দুই দলের দেখা হয়েছিল দু’বার। ২০২৬ সালেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর একাধিকবার দেখা হতে পারে।
২০২৬ সালে যেমন দুই দলের প্রথম সাক্ষাৎ হবে টি–২০ বিশ্বকাপে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত–পাক লড়াই। দু’দলের আবার সেমিফাইনাল বা ফাইনালেও দেখা হতে পারে।
আবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও দুই দলের দেখা হতে পারে। তবে সেটা শুধুমাত্র সেমিফাইনাল বা ফাইনালেই। কারণ দুই দল রয়েছে দুই গ্রুপে। ফলে গ্রুপ পর্ব বা সুপার সিক্স পর্বে দুই দলের সাক্ষাতের সম্ভাবনা নেই।
আবার মহিলাদের টি–২০ বিশ্বকাপে দেখা হবে ভারত–পাকিস্তানের। এবার বিশ্বকাপের আসর বসছে ইংল্যান্ডে। ১৪ জুন এজবাস্টনে ভারত–পাক ম্যাচ। আবার দুই দলের দেখা হতে পারে সেমিফাইনাল বা ফাইনালে।
এদিকে, সিডনি টেস্টের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন উসমান খোয়াজা। জানিয়ে দিয়েছেন ৩৯ বছরের অজি ওপেনার।
দেশের হয়ে এখনও অবধি ৮৭ টেস্ট খেলেছেন এই বাঁহাতি ওপেনার। সিডনি হবে তাঁর ৮৮ তম টেস্ট। ২০১১ সালে এই সিডনিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল খোয়াজার। সেই মাঠেই খেলবেন বিদায়ী টেস্ট।
টেস্টে রান করেছেন ৬,২০৬। রয়েছে ১৬ শতরান। গড় ৪৩.৩৯। সর্বোচ্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৩২। এছাড়াও অস্ট্রেলিয়ার হয়ে ৪০টি একদিনের ম্যাচে ১৫৫৪ রান এবং ন’টি টি–টোয়েন্টি ম্যাচে ২৪১ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও কুইন্সল্যান্ডের হয়ে শেফিল্ড শিল্ডে খেলবেন বলে জানিয়েছেন। ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ লিগেও খেলবেন খোয়াজা।
বিদায়বেলায় চোখে জল নিয়ে খোয়াজা জানিয়েছেন, পাকিস্তান থেকে উঠে আসা এক কৃষ্ণাঙ্গ ছেলে হয়েও তিনি ব্যাগি গ্রিন টুপিতে খেলেছেন। নিজের ধর্মপরিচয় নিয়ে গর্ব বোধ করেন তিনি।
