আজকাল ওয়েবডেস্ক:‌ পরিচিত মাঠ বদলে যাচ্ছে। আইপিএলে আর জয়পুরে খেলতে দেখা যাবে না রাজস্থান রয়্যালসকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ আইপিএলে রাজস্থান রয়্যালস তাদের ঘরের ম্যাচ খেলবে পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে। এতদিন জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে ঘরের ম্যাচ খেলে এসেছে রাজস্থান রয়্যালস। কিন্তু সেই মাঠে এবার নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে। 


প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে রাজস্থানের ঘরের মাঠ ছিল জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়াম। প্রথম বছরেই আইপিএল জিতেছিল রাজস্থান। সেবার ঘরের মাঠে তারা ছিল অপরাজিত। আইপিএলের এত বছর পর জয়পুরের মাঠ ছাড়ছে রাজস্থান রয়্যালস। এখনও অবধি যা খবর, আগামী আইপিএলে রাজস্থান ঘরের ম্যাচগুলি খেলবে দু’টি স্টেডিয়ামে। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) স্টেডিয়ামেই অধিকাংশ ম্যাচ খেলতে পারে তারা। দু’টি ম্যাচ খেলতে পারে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। গত কয়েক বছরের মতো এবারও গুয়াহাটিতে কয়েকটি ম্যাচ খেলবে রাজস্থান।


এটা ঘটনা, গত প্রায় দুই বছর ধরে প্রশাসনিক সমস্যা চলছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনে। বর্তমানে নির্বাচিত কোনও কমিটির হাতে পরিচালন ক্ষমতা নেই। সংস্থার দায়িত্বে রয়েছে রাজ্য সরকারের তৈরি করে দেওয়া অ্যাড হক কমিটি। এই কমিটি নিয়ে আপত্তি রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। গত এক বছর ধরে রাজস্থানের ক্রিকেট কর্তাদের নির্বাচন করে নতুন কমিটি তৈরির কথা বলছেন বোর্ড কর্তারা। কিন্তু সমস্যার সমাধান হয়নি। রাজ্য সরকারের করে দেওয়া অ্যাড হক কমিটির মাথায় রয়েছেন দীন দয়াল কুমাওয়াত। নির্বাচন করানোর দায়িত্ব মূলত তাঁর। এখনও নির্বাচন না হওয়ায় তাই জয়পুরের মাঠে আইপিএলের কোনও ম্যাচ আয়োজনের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। নিলামের দিন আবুধাবিতে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল।


যা পরিস্থিতি, তাতে রাজস্থানের ঘরের মাঠগুলি কোথায় হবে তা এখনও চূড়ান্ত নয়। এমসিএ কর্তারা ম্যাচগুলি পেতে আগ্রহী। তাঁরা বিসিসিআই এবং রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন ইতিমধ্যেই। জানা গিয়েছে, মূল ঘরের মাঠ হিসাবে পুণের এমসিএ স্টেডিয়ামকে বেছে নিতে পারেন রাজস্থানের কর্তারা। কারণ আইপিএলের ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে পুণের কর্তাদের। আইপিএলের প্রাক্তন দল রাইজিং পুণে সুপার জায়ান্টসের ঘরের মাঠ ছিল এমসিএ স্টেডিয়াম। ২০২২ সালে কোভিডের সময়ও পুণেতে আইপিএলের বেশ কিছু ম্যাচ হয়েছিল। যদিও গত তিন বছর এমসিএ স্টেডিয়ামে আইপিএলের কোনও খেলা হয়নি। যা হতে পারে ২০২৬ সালে। আর যা শোনা যাচ্ছে, রাজস্থানের ঘরের বেশিরভাগ ম্যাচগুলিই হতে পারে এই এমসিএ স্টেডিয়ামে।