আজকাল ওয়েবডেস্ক: চলতি অ্যাশেজ সিরিজে সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেল ইংল্যান্ড। প্রথম তিন ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হলেও চতুর্থ টেস্টে জয় পেয়েছেন বেন স্টোকসরা। আগামী ৪ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হচ্ছে সিরিজের শেষ টেস্ট।

তবে শেষ টেস্টের জন্য ইংল্যান্ডের ঘোষিত দলে বড় চমক রয়েছে। দলে নেওয়া হয়েছে অফ-স্পিনার শোয়েব বশির এবং পেসার ম্যাথিউ পটসকে।

চোটের কারণে ছিটকে যাওয়া গাস অ্যাটকিনসনের বদলে পটসের খেলার সম্ভাবনাই বেশি। মেলবোর্নে চতুর্থ টেস্টে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান গাস অ্যাটকিনসন। 

ম্যাচের দ্বিতীয় দিনে নিজের পঞ্চম ওভার শেষ করার পর ব্যথায় কাতরাতে কাতরাতে হয়ে মাঠ ছাড়েন তিনি। পরে স্ক্যান করলে তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে।

যার ফলে সিরিজের শেষ টেস্ট থেকে তিনি ছিটকে গিয়েছেন। সিডনি টেস্টে নামার আগে ইংল্যান্ড দীর্ঘ ৫,৪৬৮ দিনের অপেক্ষা শেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে।

বেন স্টোকসের নেতৃত্বাধীন দল মেলবোর্নে সবুজ পিচে প্রবল সিম মুভমেন্টের সুযোগ কাজে লাগিয়ে মাত্র দু’দিনের মধ্যেই চার উইকেটে জয় তুলে নেয়।

মোট ৮৫২ বল স্থায়ী হওয়া এই ম্যাচটি অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত তৃতীয় সর্বনিম্ন টেস্ট হিসেবে রেকর্ডে উঠে গেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়াও পঞ্চম টেস্টের জন্য অপরিবর্তিত ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে সিরিজের বাকি অংশে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে স্টিভ স্মিথই শেষ টেস্টেও দলকে নেতৃত্ব দেবেন। অভিজ্ঞ ব্যাটার উসমান খোয়াজা দলে জায়গা ধরে রেখেছেন।

এই সিরিজ খেলেই টেস্ট থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার। তবে ক্যামেরন গ্রিনের জায়গা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি।

চলতি সিরিজে ব্যাট হাতে তিনি এখনও পর্যন্ত কোনও অর্ধশতরান করতে পারেননি। এদিকে বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে কয়েকটি ম্যাচ খেলার পর সিডনি টেস্টে আবার অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরতে চলেছেন বিউ ওয়েবস্টার।

পঞ্চম অ্যাশেজ টেস্টে ইংল্যান্ড দল:

বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটকিপার), জশ টাং।