নতুন বছরে মিথুন, কর্কট-সহ যৌন জীবন তুঙ্গে থাকবে আর কোন রাশির?
নিজস্ব সংবাদদাতা
২ জানুয়ারি ২০২৬ ১২ : ৩৮
শেয়ার করুন
1
13
২০২৬ সাল প্রেম ও যৌনতার ক্ষেত্রে হঠাৎ মোড়, পুরনো সম্পর্কের প্রত্যাবর্তন এবং নতুন উপলব্ধির বছর। বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল অক্টোবর–নভেম্বরে যখন প্রায় সব রাশির ক্ষেত্রেই পুরনো প্রেম, এক্স, বা অসমাপ্ত আবেগ ফিরে আসবে।
2
13
মেষ: বছরের শুরুটা ধীর হলেও জুনের পর প্রেমে গতি আসে। আগস্টে যৌন জীবন নিয়ে বড় উপলব্ধি হতে পারে। শরতের দিকে সম্পর্ক স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকলেও পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে।
3
13
বৃষ: নতুন বছরের শুরুতে ভ্রমণ সূত্রে প্রেম আসতে পারে। মার্চে যৌনতা ও সম্পর্ক নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে। শরতে এক্স ও চাপা সমস্যাগুলো সামনে আসবে, তবে বছরের শেষে আবেগ ও কামনা জোরদার হবে।
4
13
মিথুন: বছরের শুরুতে গভীর ও প্রায় আসক্তিমূলক সম্পর্কের সম্ভাবনা। গ্রীষ্মের শেষে প্রেম সবচেয়ে রোমান্টিক হবে। ভেনাস রেট্রোগ্রেডে পুরনো সম্পর্ক ও অসম্পূর্ণ ইচ্ছেগুলো ফিরে আসবে।
5
13
কর্কট: বছরের শুরুতেই সম্পর্ক ও যৌনতায় তীব্রতা। মার্চে কাজ বা বন্ধুত্বের মাধ্যমে নতুন প্রেম আসতে পারে। শরতের শেষে আবার প্রেম ও আবেগ জোরালো হয়ে উঠবে।
6
13
সিংহ: জানুয়ারি–ফেব্রুয়ারিতে গভীর আবেগ ও প্রতিশ্রুতির সময়। ফেব্রুয়ারির সূর্যগ্রহণে হঠাৎ ব্রেকআপ বা বিয়ের মতো সিদ্ধান্ত হতে পারে। ভেনাস রেট্রোগ্রেডে যোগাযোগজনিত ভুল বোঝাবুঝি বাড়বে।
7
13
কন্যা: বছরের শুরুতেই প্রেম ও যৌনতায় প্রবল শক্তি। মার্চে আত্মপরিচয় বদলের প্রভাব সম্পর্কেও পড়বে। শরতে বড় সম্পর্ক সংকট না এলেও পুরনো প্রেমের বার্তা আসতে পারে।
8
13
তুলা: বছরের শুরুটা ভীষণ রোমান্টিক ও কামনাময়। বসন্তে সম্পর্ক সিরিয়াস হতে পারে। কিন্তু আপনার রাশিতেই শরতে বড় সম্পর্কগত নাটক ও আত্মবিশ্লেষণ জরুরি।
9
13
বৃশ্চিক: বছরের শুরু শান্ত হলেও ভ্যালেন্টাইনস ডে’র পর প্রেম গাঢ় হবে। আগস্টে যৌনজীবনে বড় পরিবর্তন আসতে পারে। ভেনাস রেট্রোগ্রেড আপনার রাশিতে হওয়ায় পুরনো সম্পর্ক নিয়ে সাবধান থাকা দরকার।
10
13
ধনু: বসন্ত ও গ্রীষ্মের শুরুতে প্রবল যৌন শক্তি ও নতুন অভিজ্ঞতা। গ্রীষ্মে স্থায়ী সম্পর্কের ইচ্ছা জাগতে পারে। শরতে পুরনো প্রেম নিয়ে ভাবনা বাড়বে, তবে বড় ক্ষতি হবে না।
11
13
মকর: বছরের শুরুতেই প্রেম ও আকর্ষণ আপনার জীবনের কেন্দ্রে। বসন্ত–গ্রীষ্মে নতুন সম্পর্ক গভীর হতে পারে। শরতে বন্ধু-থেকে-প্রেম বা পুরনো জটিলতা তৈরি করতে পারে।
12
13
কুম্ভ: ফেব্রুয়ারিতে বড় আত্ম-উপলব্ধি- সম্পর্কের ধরন বদলাতে পারেন। গ্রীষ্মে যৌনতা ও আনন্দ তুঙ্গে। শরতের শেষে দীর্ঘমেয়াদি সম্পর্ক নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে।
13
13
মীন: ফেব্রুয়ারি–মার্চে প্রেম ও আকর্ষণ বাড়বে। মার্চে সম্পর্ক নিয়ে গভীর আত্মসমালোচনা। শরতের গ্রহণে নিজেকে নতুনভাবে দেখবেন। ক্ষতিকর প্রাক্তন ফিরে আসতে পারে- সাবধান থাকাই ভালো।