আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার দেশে ফিরতে আরও কিছুটা বিলম্ব হতে পারে। ভারতীয় দলকে নিতে নিউজার্সি থেকে যে চার্টার্ড বিমান বার্বাডোজ যাবে, সেটির ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছতে আরও কিছুটা সময় লাগবে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে রোহিতরা দিল্লি পৌঁছবেন।
শনিবার বিশ্বকাপ জয়ের পরেই বার্বাডোজে আটকে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। হারিকেন বেরিল এর জন্য বার্বাডোজ বিমানবন্দর ছিল বন্ধ। মঙ্গলবার সন্ধেয় বোর্ডের সহ–সভাপতি রাজীব শুক্লা জানিয়েছিলেন, ক্রিকেটাররা বুধবার সন্ধেয় দিল্লি পৌঁছবেন। বুধবার ভোরে ভারতীয় ক্রিকেট বোর্ড একটি পোস্টে লেখে, ‘ট্রফি আসছে ঘরে।’ কিন্তু জানা গেছে, বুধবার ভোরে ভারতীয় দলের রওনা হওয়ার কথা থাকলেও কয়েক ঘণ্টা দেরিতে রওনা হবে দল। কারণ চার্টার্ড বিমানটি বার্বাডোজ পৌঁছতে বিলম্ব করেছে। ফলে সূত্রের খবর, দিল্লিতে নামতে নামতে বৃহস্পতিবার সকাল। জানা গেছে, ওই বিমানেই ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ, ক্রিকেটারদের পরিবারের সদস্যরা, বোর্ডের কিছু কর্তা ও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা দিল্লি ফিরবেন।
শনিবার বিশ্বকাপ জয়ের পরেই বার্বাডোজে আটকে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। হারিকেন বেরিল এর জন্য বার্বাডোজ বিমানবন্দর ছিল বন্ধ। মঙ্গলবার সন্ধেয় বোর্ডের সহ–সভাপতি রাজীব শুক্লা জানিয়েছিলেন, ক্রিকেটাররা বুধবার সন্ধেয় দিল্লি পৌঁছবেন। বুধবার ভোরে ভারতীয় ক্রিকেট বোর্ড একটি পোস্টে লেখে, ‘ট্রফি আসছে ঘরে।’ কিন্তু জানা গেছে, বুধবার ভোরে ভারতীয় দলের রওনা হওয়ার কথা থাকলেও কয়েক ঘণ্টা দেরিতে রওনা হবে দল। কারণ চার্টার্ড বিমানটি বার্বাডোজ পৌঁছতে বিলম্ব করেছে। ফলে সূত্রের খবর, দিল্লিতে নামতে নামতে বৃহস্পতিবার সকাল। জানা গেছে, ওই বিমানেই ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ, ক্রিকেটারদের পরিবারের সদস্যরা, বোর্ডের কিছু কর্তা ও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা দিল্লি ফিরবেন।
