বিগত বছরের ধারা অনুসরণ করে ২০২৬ সালেও সোনা তার খেলা দেখিয়ে চলেছে। শুক্রবার সোনার দামে ফের একবার বিরাট উত্থান দেখা গেল।
2
9
শুক্রবার ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লাখ ৪২ হাজার ৬০১ টাকা। এই দাম মার্কিন ডলারের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে।
3
9
অন্যদিকে রুপোর দাম প্রতি কেজিতে রয়েছে ২ লাখ ৮৭ হাজার ৫৫০ টাকা। এটি কমেছে ৪ হাজার ২৭ টাকা। মার্কিন ডলারের প্রভাব এখানেও রয়েছে।
4
9
এমসিএক্স সোনার দামেও গোটা ভারতে বিরাট প্রভাব রয়েছে। সেখানে রুপোর চাহিদা বাড়ছে শিল্পের চাহিদা অনুসারে।
5
9
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে না গেলেও শুল্কের বোঝা চাপিয়েছেন। সেখানে এই দুই ধাতুর বাজার অনেকটা হেরফের হয়েছে।
6
9
আন্তর্জাতিক বাজারে সোনা এবং রুপোর দাম অনেকটা ওপরের দিকে রয়েছে। এই পরিস্থিতি এখান থেকে কমবে না। বিশ্বের উত্তেজনাকর পরিস্থিতির দিকে নজর রেখে এখান থেকে দাম আরও বাড়বে।
7
9
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে মার্কিন মুলুকের। তার সরাসরি প্রভাব পড়ছে হলুদ ধাতুতে। পরিস্থিতি বিচার করে বেশিরভাগ দেশই সোনা মজুত করার দিকেই জোর দিয়েছে।
8
9
এমনিতেই হলুদ ধাতুর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করছে মার্কিন ফেড নীতি। সেখানে তারা যে সিদ্ধান্ত নেবে তার ওপরই নির্ভর করবে সোনা-রুপোর বাজার।
9
9
সবমিলিয়ে বলা যায় সোনায় সোহাগা হওয়ার সেরা সময় এটাই। যদি এখনই কিনতে পারেন তাহলে ভবিষ্যতে চিন্তা করতে হবে না। নাহলে সমস্যা তৈরি হবেই।