আজকাল ওয়েবডেস্ক:‌ টি–২০ বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচেই নামবে ভারত। একমাসও আর বাকি নেই। টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। 


১৫ ফেব্রুয়ারি ভারত–পাক মহারণ। খেলা হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। সেই ম্যাচ নিয়ে এখন থেকেই উন্মাদনার পারদ চড়ে গেছে। তবে এই ম্যাচের জন্য এবার দর্শকদের জন্য রয়েছে দারুণ সুখবর। কারণ টিকিটের দাম নামমাত্র। খুব সামান্য টাকায় ভারত ও পাকিস্তানের মহারণ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। যার ফলে নিমেষে শেষ হয়ে গিয়েছিল প্রথম পর্বের টিকিটও। আর এবার ভারত–পাক মহারণের টিকিট বিক্রি শুরু হতেই ক্র্যাশ করল ওয়েবসাইট। 


ভারত–পাক ম্যাচের টিকিটের মূল্য শ্রীলঙ্কার টাকায় মাত্র ১৫০০। ভারতীয় মুদ্রায় যা মাত্র ৪৩৯ টাকা। বিশ্বকাপের ইতিহাসে কখনও এত কম দামে মেলেনি ভারত–পাক ম্যাচের টিকিট। এদিকে, প্রথম পর্বের টিকিট নিয়ে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। দ্বিতীয় পর্বের টিকিট নিয়েও যে কাড়াকাড়ি পড়বে, তা জানাই ছিল। বাস্তবে দেখা গেল সেটাই। টিকিট বিক্রি শুরু হতেই যেভাবে দর্শকরা ওয়েবসাইটে হুমকি দিয়ে পড়লেন। তাতে কয়েক মিনিটের মধ্যেই তা ক্র্যাশ করল। মনে করা হচ্ছে, দর্শকদের চাপ সামলাতে না পেরে এই বিপত্তি।


পিটিআই সূত্রে খবর, টিকিট বুকিংয়ের সমস্যা হচ্ছে বলে অনেকেই টিকিট বিক্রির ওয়েবসাইট সংস্থাতে অভিযোগ করেছেন। পেমেন্টের সময় বহুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। তাঁদের অভিযোগ, প্ল্যাটফর্মের সার্ভার এত ট্র্যাফিক আশা করেনি। তবে কত সমর্থক টিকিট কাটার জন্য একসঙ্গে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেছিলেন, তা জানা যায়নি।


প্রসঙ্গত, এর চেয়ে কম দামে ভারত–পাকিস্তান ম্যাচের টিকিট আর কোনওদিন টিকিট বিক্রি হয়নি। আইসিসির সিইও সংযোগ গুপ্ত জানিয়েছেন, ‘‌সবাই যাতে টিকিট কেটে খেলা দেখতে পারে, আমরা সেটা নিশ্চিত করতে চেয়েছি। ক্রিকেটের এই উৎসবে আমরা যত বেশি সম্ভব মানুষকে শামিল করতে মুখিয়ে রয়েছি। আমরা চাই, দূর থেকে না দেখে সবাই যেন মাঠে আসার সুযোগ পান।’‌


এটা ঘটনা, এমনিতেই ভারত–পাক মহারণের টিকিটের চাহিদা আকাশ ছুঁয়ে যায়। তার উপর এত সস্তা টিকিট। সেই কারণেই দর্শকদের চাপ সামলাতে না পেরে ক্র্যাশ করল টিকিট বিক্রির ওয়েবসাইট। যদিও আরও টিকিট ছাড়া হবে বলে দর্শকদের আস্বস্ত করা হয়েছে।