আজকাল ওয়েবডেস্ক:‌ রোহিতের নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। কিন্তু তারপরেই অধিনায়ক রোহিতকে সরিয়ে দেওয়া হয়। ওয়ানডে দলের অধিনায়ক করা হয় শুভমান গিলকে।


২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌ দায়িত্ব দিয়েছিল শুভমান গিলকে। বোর্ডের এই সিদ্ধান্ত সরকারিভাবে জানিয়েছেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার। কিন্তু দেশের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি মনে করেন রোহিতকে অধিনায়ক পদ থেকে সরানোর পিছনে ছিল হেড কোচ গৌতম গম্ভীরের হাত।


এক ক্রীড়া সংবাদমাধ্যমে মনোজ বলেছেন, ‘‌আসল কারণটা আমি জানি না। তবে অজিত আগরকারের মধ্যে ব্যক্তিত্ব আছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। তবে তিনি কারও দ্বারা প্রভাবিত হয়েছিলেন কিনা জানি না। পর্দার পিছনে অনেক ঘটনা ঘটেছে। সম্ভবত নির্বাচক প্রধান সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আমার মতে এখানে কোচের মতামতও ছিল। একা সিদ্ধান্ত মনে হয় না নির্বাচক প্রধান নিয়েছিলেন।’‌


যদিও তখন অনেকেই বলেছিলেন, ২০২৭ বিশ্বকাপের সময় রোহিতের বয়স হবে প্রায় ৩৯। এই বয়সে ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। তাই অনেকেই নেতৃত্ব বদলের দাবি তুলেছিলেন। 


রাজ্য দলের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন মনোজ। বলেছেন, ‘‌প্রথম একাদশ বাছার ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব রয়েছে। সত্যি বলতে একদিনের ম্যাচ দেখার আগ্রহ হারিয়েছি। যখন টি–২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ককে সরিয়ে দেওয়া হয়, তখন বিষয়টা বড় অদ্ভূত লাগে। যার হয়ত তখনই কোনও দরকার ছিল না। রোহিতের সঙ্গে খেলেছি। ভারতীয় ক্রিকেটে ওর যা অবদান তাতে এটা প্রাপ্য ছিল না।’‌


রোহিতের সরানোর পিছনে ক্রিকেটীয় কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন মনোজ। বলেছেন, ‘‌রোহিতের ২০২৭ বিশ্বকাপ খেলা নিয়ে সন্দেহের কোনও অবকাশই ছিল না। একদিনের আন্তর্জাতিকে রোহিতের তিনটি দ্বিশতরান রয়েছে। ২০২৩ বিশ্বকাপে নিঃস্বার্থের সঙ্গে খেলেছে। তাই এর পিছনে ক্রিকেটীয় কারণ নয়। অক্রিকেটীয় কারণই বেশি।’‌