আজকাল ওয়েবডেস্ক:‌ তিন ম্যাচের একদিনের সিরিজ এখন ১–১। সিরিজ নির্ণায়ক ম্যাচ রবিবার ইন্দোরে। ভারত ও নিউজিল্যান্ড দুই দলই ইন্দোরে পৌঁছে গেছে। এদিকে, উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। শুক্রবার ভোরে মহাকালেশ্বর মন্দিরে যান ভারতীয় দলের কোচ। ভোরের ভস্মারতির সময়ও উপস্থিত ছিলেন গম্ভীর।


এটা ঘটনা, বিভিন্ন শহরে খেলা থাকলে সেখানকার মন্দিরে যান গম্ভীর। যেমন কলকাতায় এলে যান কালীঘাট মন্দিরে। আবার কটকে খেলা থাকলে যান পুরীর জগন্নাথ মন্দিরে। তার আগে বৃহস্পতিবার রাতে উজ্জয়িনী যান গম্ভীর। সকালে পুজো দিয়ে এদিনই দলের সঙ্গে যোগ দেবেন কোচ। দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের অন্যতম মহাকালেশ্বর মন্দির। সোশ্যাল মিডিয়ায় গম্ভীরের পুজো দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। পুজো দেওয়ার পর গম্ভীর বলেছেন, ‘এখানকার ব্যবস্থা খুব ভাল। খুব ভাল ভাবে দর্শন করেছি। আমি আত্মবিশ্বাসী, আমাদের দল আবার জয়ের রাস্তায় ফিরবে।’


এদিকে, প্রথম ম্যাচে ভারতীয় দল জেতার পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছেন শুভমান গিলরা। রাজকোটে কাজে লাগেনি লোকেশ রাহুলের শতরানের ইনিংস। রবিবার একদিনের সিরিজের নির্ণায়ক ম্যাচ। তার পর পাঁচ ম্যাচের টি–২০ সিরিজে মুখোমুখি হবে দু’দল। যা মূলত আগামী টি–২০ বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ।

এদিকে, বিস্ফোরক দাবি তুলেছেন টিম ইন্ডিয়ার ও বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। এটা ঘটনা, রোহিতের নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। কিন্তু তারপরেই অধিনায়ক রোহিতকে সরিয়ে দেওয়া হয়। ওয়ানডে দলের অধিনায়ক করা হয় শুভমান গিলকে।

২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌ দায়িত্ব দিয়েছিল শুভমান গিলকে। বোর্ডের এই সিদ্ধান্ত সরকারিভাবে জানিয়েছেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার। কিন্তু দেশের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি মনে করেন রোহিতকে অধিনায়ক পদ থেকে সরানোর পিছনে ছিল হেড কোচ গৌতম গম্ভীরের হাত।

এক ক্রীড়া সংবাদমাধ্যমে মনোজ বলেছেন, ‘‌আসল কারণটা আমি জানি না। তবে অজিত আগরকারের মধ্যে ব্যক্তিত্ব আছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। তবে তিনি কারও দ্বারা প্রভাবিত হয়েছিলেন কিনা জানি না। পর্দার পিছনে অনেক ঘটনা ঘটেছে। সম্ভবত নির্বাচক প্রধান সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আমার মতে এখানে কোচের মতামতও ছিল। একা সিদ্ধান্ত মনে হয় না নির্বাচক প্রধান নিয়েছিলেন।’‌