আজকাল ওয়েবডেস্ক:‌ তুমুল বৃষ্টি হচ্ছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। বিমান পরিষেবা অনেকটাই ব্যাহত হয়েছে। ব্যাহত যানবাহন পরিষেবাও। যে কারণে পিছিয়ে যেতে পারে মুম্বইয়ে এশিয়া কাপের দল ঘোষণা। মুম্বইয়ে জারি করা হয়েছে লাল সতর্কতা। সেই নির্দেশিকা বিসিসিআইয়ের সদর দপ্তরেও পৌঁছে গিয়েছে।


এটা ঘটনা, মঙ্গলবার সকালেও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইয়ের সাধারণ জনজীবন। ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিটি বিমান অন্তত ৪৫ মিনিট দেরিতে চলছে। সব মিলিয়ে ১৫৫টি বিমানের উড়ান পিছিয়ে দেওয়া হয়েছে। আরও ১০২টি বিমান পরিষেবাও ব্যাহত। শহরেও জল জমে যানবাহন পরিষেবা প্রায় বিপর্যস্ত।


মঙ্গলবার দুপুর দেড়টা থেকে মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে এশিয়া কাপের দল ঘোষণা রয়েছে। ভারতের টি–টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও নির্বাচক প্রধান অজিত আগরকার সেখানে উপস্থিত থাকবেন। তারপর সাংবাদিক সম্মেলন করে দল ঘোষণা করা হবে। তবে প্রবল বৃষ্টিতে সেই সাংবাদিক সম্মেলন পিছিয়ে যেতে পারে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বোর্ডের এক কর্তা সকালেই হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছেন, ‘আবহাওয়ার কারণে প্রথমাফিক সাংবাদিক সম্মেলন পিছিয়ে যেতে পারে।’‌


সূত্রের খবর, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে, মঙ্গলবার দল ঘোষণা স্থগিত রাখা হতে পারে। এমনকী তা অন্যদিনও হতে পারে। যদিও তার সম্ভাবনা খুব কম। এশিয়া কাপের দল ঘোষণার পর মঙ্গলবার বেলা ৩.‌৩০ থেকে মহিলাদের বিশ্বকাপের দল ঘোষণাও আছে। সেটা নিয়েও এখন সংশয় তৈরি হয়েছে। মুম্বইয়ে লাল সতর্কতা জারি রয়েছে। সমস্ত সরকারি ও আধা সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে।


প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। যার মধ্যে ১১টি ম্যাচ হবে আবু ধাবিতে। বাকি আটটি ম্যাচ হবে দুবাইয়ে। তার মধ্যে ফাইনালও আছে। ১৪ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান ম্যাচ হবে দুবাইয়ে। 

এদিকে, এশিয়া কাপের দল নির্বাচনের আগে জসপ্রীত বুমরাকে নিয়ে বড় মন্তব্য সুনীল গাভাসকারের। তারকা পেসারকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। নিজের মতো করে টুর্নামেন্ট বাছার অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড সফরে মাত্র তিনটে টেস্ট খেলেন বুমরা। দ্বিতীয় এবং পঞ্চম টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। এশিয়া কাপে তারকা পেসারের খেলা নিয়েও ধোঁয়াশা রয়েছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর খেলার কথা রয়েছে। এশিয়া কাপের দল নির্বাচনের আগের দিন বুমরার জন্য বার্তা দেন সানি। স্পষ্ট জানিয়ে দেন, কেউ অপরিহার্য নয়। 


সানি বলেন, ‘‌কেউ অপরিহার্য নয়। তাই এবার নির্বাচকদের সিদ্ধান্ত নিতে হবে বুমরাকে খেলানো হবে কিনা। ইংল্যান্ড সিরিজে তিনটে টেস্ট খেলা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। ও আগে থেকেই নির্বাচক কমিটিকে জানিয়ে দেয়, পাঁচের মধ্যে তিনটে টেস্ট খেলবে। শেষ মরণ–বাঁচন টেস্টে তাঁর খেলা উচিত ছিল কিনা সেই নিয়ে প্রশ্ন ওঠে। কারণ ওভালের পিচে সবচেয়ে বেশি ঘাস ছিল। পরের টেস্ট অক্টোবরে। বিশ্রাম নেওয়ার জন্য হাতে দু’‌মাস ছিল। ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানায়, ভবিষ্যতের কথা ভেবে তাঁকে খেলানো হয়নি। ও ফিট ছিল। ভারতীয় ক্রিকেটের জন্য, ওর খেলা উচিত ছিল। ও খেলতে চায়নি, না ওকে খেলানো হয়নি, সেটা জানা নেই। তবে জয়ের পর আরও স্পষ্ট হয়ে গিয়েছে, কেউই অপরিহার্য নয়। খেলা চলতে থাকবে।’‌