আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে স্কোয়াডে শেষ মুহূর্তে পরিবর্তন আনল নিউজিল্যান্ড। ক্রিকেট নিউজিল্যান্ডের তরফে জানানো হয়েছে, চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অভিজ্ঞ পেসার অ্যাডাম মিলনে।
তাঁর বদলি হিসেবে কাইল জেমিসনকে দলে অন্তর্ভুক্ত করেছে ব্ল্যাক ক্যাপস শিবির। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে চলেছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
৩৩ বছর বয়সি অ্যাডাম মিলনে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে এমআই কেপ টাউনের বিরুদ্ধে ম্যাচে বোলিং করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পান।
পরে মেডিক্যাল স্ক্যানে জানা যায়, তাঁর হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। ফলে বিশ্বকাপে তাঁর খেলা কার্যত অসম্ভব হয়ে পড়ে। বিশ্বকাপের দল থেকে অ্যাডাম মিলনে ছিটকে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার।
তিনি বলেন, ‘অ্যাডামের জন্য আমরা সবাই ভীষণই হতাশ হয়েছি। বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে ও খুব পরিশ্রম করেছিল। ইস্টার্ন কেপ সানরাইজার্সের হয়ে আটটি ম্যাচে ওকে আবার সেরা ছন্দে দেখা যাচ্ছিল। ঠিক এই সময়ে এমন চোট পাওয়াটা সত্যিই দুর্ভাগ্যজনক।’
মিলনের জায়গায় বিশ্বকাপ স্কোয়াডের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকা কাইল জেমিসনকে এবার মূল দলে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের সাদা বলের সিরিজে দলের সঙ্গেই রয়েছেন।
বিশ্বকাপের আগে বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার সম্ভাবনা রয়েছে জেমিসনের। ভারতে চলতি সাদা বলের সিরিজে ভাল ফর্মে রয়েছেন কাইল জেমিসন।
২০২৪ এবং ২০২৫ সালের প্রথমার্ধে চোট সমস্যায় ভোগার পর গত বছরের শেষ দিকে তিনি আবার সাদা বলের ক্রিকেটে ফিরেছেন। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে তিন ম্যাচে ছ’টি উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ঐতিহাসিক ২-১ সিরিজ জয়ে বড় ভূমিকা নেন তিনি।
তবে নাগপুরে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জেমিসন দুটি উইকেট নিলেও চার ওভারে ৫৪ রান খরচ করেন। রব ওয়াল্টার জেমিসনের অভিজ্ঞতা ও প্রস্তুতির উপর আস্থা প্রকাশ করেছেন।
এর আগে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি। নিয়ন্ত্রিত লাইন-লেন্থ এবং উচ্চতা কাজে লাগিয়ে বোলিং করতে ভালবাসেন জেমিসন।
উপমহাদেশের কন্ডিশনে তাঁর দক্ষতা দলের জন্য বড় সম্পদ হবে বলেই মনে করছেন কোচ। মিলনের অনুপস্থিতি সত্ত্বেও জেমিসনের অন্তর্ভুক্তিতে নিউজিল্যান্ডের পেস আক্রমণ আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, অ্যাডাম মিলনে দীর্ঘদিন ধরেই নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য। একাধিক আইসিসি ইভেন্টেও দেশের প্রতিনিধিত্ব করেছেন।
তাঁর গতি ও চাপের মুহূর্তে বলে নিয়ন্ত্রণ রাখার অভিজ্ঞতা দলের জন্য বড় ক্ষতি হিসেবেই ধরা হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড পড়েছে গ্রুপ ডি-তে।
এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও কানাডা। আগামী ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্ল্যাক ক্যাপস।
